মুম্বই, ২১ জুন: বিধান পরিষদ নির্বাচনে বিজেপি-র কাছে পরাস্ত হওয়ার পর মহারাষ্ট্রে সরকার ভেঙে পড়ার মুখে। শিবসেনা-এনসিপি-কংগ্রেসের মিলিত হয়ে তৈরি মহারাষ্ট্র বিকাশ আগাড়ির বা মহাজোটের সরকার সংখ্যালঘু হয়ে যেতে পারে। কারণ শিবসেনার নেতা তথা রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে বিদ্রোহ ঘোষণা করেছেন। উদ্ভব ঠাকরের পরিবর্তে তিনি মুখ্যমন্ত্রী হতে চান বলে শিবসেনার ২১ জন বিধায়ককে নিয়ে নিখোঁজ রয়েছেন। তাঁকে মুখ্যমন্ত্রী করা না হলে শিবসেনার ২১জন বিধায়ককে নিয়ে আলাদা দল গড়ে মহারাষ্ট্রের সরকার ফেলে দেবলেন একনাথ শিন্ডে। এমনটাই খবর। শিবসেনার পরিষদীয় দলের প্রধানের পদ থেকে একনাথ শিন্ডেকে সরিয়ে দিয়েছেন উদ্ভব ঠাকরে।
গতকাল বিধান পরিষদ নির্বাচনে ১০টি বিধান পরিষদ আসনের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ির ছ’জন প্রার্থী লড়েছিলেন। সেখানে পাঁচটি আসনে দাঁড়িয়ে পাঁচটিতেই জিতেছে বিজেপি। শিবসেনা ও এনসিপি দু’টি করে আসনে জিতেছে। আরও পড়ুন: অসমে ক্রমশ খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি, জলের তোড়ে মৃত্যু কমপক্ষে ৮০ জনের
শোনা যাচ্ছে গুজরাটের সুরাটেক এক হোটেলে শিবসেনার ২১জন বিধায়ককে নিয়ে মোবাইল ফোন বন্ধ রেখেছেন মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী। সরকার বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করলেও কাজের কাজ তেমন হচ্ছে না। শিবসেনার ভাঙনে মহাসমস্যায় পড়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সাংবাদিক সম্মেলনে এসে মহারাষ্ট্রের কংগ্রেস,এনসিপি নেতাদের অসহায় দেখাচ্ছে। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের কথা শুনেও মনে হচ্ছে সরকার বাঁচানো মুশকিল। এমন আবহে বেশ সক্রিয় বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবীশ।
দেখুন টুইট
Shiv Sena has decided to remove Eknath Shinde as its Legislative party leader, Sewri MLA Ajay Chaudhary to be the new Shiv Sena Legislative Party leader: Sources pic.twitter.com/9lXJyNLQc3
— ANI (@ANI) June 21, 2022
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার ৫৬, এনসিপি-র ৫৫ ও কংগ্রেসের ৪৪জন বিধায়ক আছে। পাশাপাশি সমাজবাদী পার্টি সহ নির্দল মিলিয়ে মোট ১৬৯জন বিধায়কের সমর্থনে মহারাষ্ট্র বিকাশ আগাড়ি ক্ষমতায় আছে। সেখানে প্রধান বিরোধী দল বিজেপি-র আছে ১০৬জন বিধায়ক। এনডিএ-র সমর্থন আছেন ১১৩জন বিধায়ক। শিবসেনার ২২জন বিধায়ক এবার বিজেপির দিকে এলে খেলা ঘুরতে পারে।