Assam Flood: অসমে ক্রমশ খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি, জলের তোড়ে মৃত্যু কমপক্ষে ৮০ জনের
Flood In Assam (Photo Credit: ANI/Twitter)

গুয়াহাটি, ২১ জুন:  অসমে (Assam) ক্রমশ বাড়ছে আতঙ্ক। এক নাগাড়ে বৃষ্টি এবং বন্যার (Flood)  জেরে বিপর্যস্ত অসমের বহু এলাকা। বন্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভূমিধস। ফলে বন্যা এবং ভূমিধসের জেরে অসম জুড়ে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি অসমের ৩৪টি জেলা জলের তলায় বলেও জানা যাচ্ছে। যার জেরে ৪৭,৭২,১৪০ জন মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। এক নাগাড়ে বন্যার জেরে অসমে গত ২৪ ঘণ্টায় অবস্থা আরও ভয়াবহ হতে শুরু করেছে বলে খবর।

গত ২৪ ঘণ্টায় অসমে যে ১০ জনের মৃত্যু হয়েছে, তারমধ্যে রয়েছে ২ পুলিশ কর্মী। এমনই জানানো হয়েছে বিপর্য মোকাবিলাকারী বাহিনীর তরফে। জানা যাচ্ছে, কপিলি নদীর জল বাড়তে শুরু করায় স্থানীয়দের উদ্ধার করছিলেন ওই ২ পুলিশ কর্মী। উদ্ধার কাজের সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়।

 

এক নাগাড়ে বৃষ্টির জেরে ব্রক্ষ্মপুত্র, কপিলি, বেকি, পাগলাডিয়া, পুথিমারি-সহ বেশ কিছু নদীর জল হু হু করে বাড়তে শুরু করেছে। ফলে অসমের একাধিক জেলায় মানুষ দুর্ভোগে পড়তে শুরু করেছেন।