Lok Sabha Elections 2024: মহারাষ্ট্রে বিরোধী জোটের আসন সমঝোতা চূড়ান্ত: উদ্ভব ঠাকরে ২১, কংগ্রেস ১৫, পাওয়াররা লড়বেন ৯টি

মহারাষ্ট্রে বিরোধী জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেল। মারাঠা ভূমে INDIA জোটে সবচেয়ে বেশী আসনে প্রার্থী দিচ্ছে উদ্ধব ঠাকরে-র শিবসেনা। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে উদ্ধব ঠাকরে-র দল ২১টি আসনে প্রার্থী দিচ্ছে। সেখানে কংগ্রেস লড়বে ১৫টি-তে আর শরদ পওয়ারের এনসিপি ৯টি আসনে প্রার্থী দেবে। বাকি ৩টি আসন ছাড়ার জন্য রাখা হয়েছে বহুজন বঞ্চিত আগাড়ি-র জন্য। কোলাপুর আসনে কংগ্রেস না উদ্ধব ঠাকরে কে লড়বে তা নিয়ে টানাটানি চলছে।

ভেঙে দু টুকরো হয়ে যাওয়া বাল ঠাকরের দলের বিরোধী শিবিরে থাকা গোষ্ঠী এবার বিজেপির বিরুদ্ধে প্রধান দল হিসেবে লড়বে। গত লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট বেঁধে শিবসেনা ১৯টি আসনে জিতেছিল।

ক বছর আগে একনাথ শিন্ডের বিদ্রোহে শিবসেনা ভেঙে দু টুকরো হয়ে যায়। বিজেপির হাত ধরে উদ্ধব ঠাকরের সিংহাসন কেড়ে কুর্সিতে বসেন একনাথ শিন্ডে। শিবসেনার আসল তীর-ধনুক চিহ্ন পা একনাথ শিন্ডে। কুর্সি, চিহ্ন সব হারিয়ে উদ্ধবের সামনে এবারের লোকসভা নির্বাচন অগ্নিপরীক্ষা। একই রকম পরীক্ষা শরদ পওয়ারের। ভাইপো অজিত পাওয়ার শিন্ডে মডেলে বিজেপির হাত ধরে মহারাষ্ট্রের কুর্সিতে বসেন।