Maharashtra Minister Caught With Bag Full of Cash in Hotel Room Smokes Cigarette (Photo Credits: X)

মুম্বই, ১১ জুলাইঃ সামনে রাখা টাকা ভর্তি ব্যাগ। হোটেলের ঘরের মধ্যে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বসে ধূমপান করছেন মন্ত্রী। ফোনে কথা বলছেন কারুর সঙ্গে। শিন্ডে সেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাতের (Sanjay Shirsat) এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে একেবারে হইচই কাণ্ড।

আয়কর দফতরের নোটিস পাওয়ার পরের দিন টাকা ভর্তি ব্যাগ নিয়ে হোটেলের রুমের মধ্যে দেখা গিয়েছে সঞ্জয়কে। ২০১৯ থেকে ২০২৪ সাল - পাঁচ বছরে সঞ্জয় শিরসাতের সম্পত্তি বহু গুণে বেড়েছে। সেই হিসাব চেয়েই আয়করের তরফে নোটিস পাঠানো হয় রাজ্যের মন্ত্রীকে। ঠিক তার পরের দিনই হোটেলের রুমে টাকা ভর্তি ট্রলি ব্যাগ সহ দেখা গিয়েছে সঞ্জয়কে। আর এই ভিডিওটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন, বিরোধী শিবসেনা (ইউবিটি) গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত।

সঞ্জয় শিরসাতের অগণিত সম্পত্তির হিসাব চেয়ে নোটিস আয়কর দফতরের

তিনি লেখেন, 'মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের জন্যে আমার করুণা হচ্ছে। আর কতদিন তিনি বসে বসে এই দুর্নীতি দেখবেন? সহ্য করবেন?'

টাকা ভর্তি ব্যাগের সঙ্গে হোটেলের ঘরে ক্যামেরাবন্দি মহারাষ্ট্রের মন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও এই ভিডিওটি দেখা উচিত বলে উল্লেখ করেছেন সঞ্জয় রাউত। দেশে কী হচ্ছে  তাঁদেরও জানা দরকার।