মুম্বই: ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফে মাঝে মধ্যেই ইভিএমে (EVM)মেশিনে কারচুপি (manipulated) করে বিজেপি (BJP) শাসন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে বলে অভিযোগ জানানো হয়। এবার সেই অভিযোগ পুরোরপুরি নস্যাৎ করে দিয়ে এই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পাওয়ার (Maharashtra LoP Ajit Pawar)।
শনিবার এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি ব্যক্তিগত ভাবে (personally) ইভিএমের উপর পুরোপুরি ভরসা (full trus) করি। যদি ইভিএমগুলিতে কোনও ত্রুটি (faulty) থাকত তাহলে আমরা ছত্তিশগড় (Chattisgarh), পশ্চিমবঙ্গ (WB), রাজস্থান (Rajasthan), পাঞ্জাব (Punjab), কেরল (Kerala) ও তামিলনাড়ুর (Tamil Nadu) মতো রাজ্যগুলিতে 9states) বিরোধী দলের সরকার (governments of opposition parties) কখনই গড়তে পারতাম না। আমাদের দেশে (our country) ইভিএমে কারচুপি করা সম্ভব নয় (not possible )। কারণ সব মিলিয়ে এটা একটা খুব বড় প্রক্রিয়া (big system)। অনেক পরীক্ষা ও ভারসাম্য বজায় রেখে এটি চালানো করা হয়।"
If somehow it is proven that EVMs were manipulated, then there will be big chaos in the country. I don't think anyone would dare to do such things. Sometimes some people lose elections but they think that they can't lose it, then they start putting allegations about EVMs but in… pic.twitter.com/gbQ7yiz6El
— ANI (@ANI) April 8, 2023
ভারতের নির্বাচনগুলিতে ব্যবহার হওয়া ইভিএমের স্বপক্ষে মন্তব্য করতে গিয়ে অজিত পাওয়ার আরও বলেন, "যদি কোনওভাবে এটা প্রমাণ হয়ে যায় যে ইভিএমগুলিতে কারচুপি করা যায়, তাহলে দেশজুড়ে বড় একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। আমি মনে করি না যে এই ধরনের কোনও ঘটনা ঘটানোর সাহস বা স্পর্ধা রয়েছে কারও। কয়েক সময় কিছু মানুষ নির্বাচনে হেরে যান। কিন্তু, তাঁরা চিন্ত করেনি তাঁরা নির্বাচনে পরাজিত হননি। তখনই তাঁরা ইভিএমের নামে অভিযোগ করতে শুরু করেন। কিন্তু, বাস্তবে এটা হল মানুষের প্রকৃত রায়দানের (actual mandate) ফল।" আরও পড়ুন: Modi In Chennai Airport: চেন্নাই বিমানবন্দরের নয়া টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো
Maharashtra | I have full trust in EVM personally. If EVMs were faulty, then we would not have governments of opposition parties in states like Chattisgarh,WB, Rajasthan, Punjab, Kerala, Tamil Nadu, Telangana and Andhra Pradesh. It is not possible to manipulate EVMs in our… pic.twitter.com/B1RRGz5SCI
— ANI (@ANI) April 8, 2023