দেবেন্দ্র ফডনবিশ (Photo Credit: ANI)

মুম্বই, ১৭ অক্টোবর: মহারাষ্ট্রে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মহাবিকাশ আগড়ির ভাল ফল। মহারাষ্ট্রে ১১৬৫টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১০৫০টি-র ফলাফল সামনে এসেছে। ১০৫০টি আসনের মধ্যে কংগ্রেস,এনসিপি ও উদ্ধভ ঠাকরের শিবসেনার মহা বিকাশ আগড়ি ৪৫৭টি-তে জয়ী হয়েছে, সেখানে বিজেপি, একনাথ শিন্ডের সেনার এনডিএ পেয়েছে ৩৫২টি-তে। মহাবিকাশ আগড়ি, এনডিএ-র বাইরে থাকা অন্যান্য দলগুলি ২৪১টি আসনে জিতেছে।

মহাবিকাশ আগড়ি-তে এনসিপি জিতেছে ১৫৫টি, উদ্ভব ঠাকরের শিবসেনা ১৫৩ ও কংগ্রেস ১৪৯টি-তে। সেখানে সবচেয়ে বেশি সংখ্যাক আসনে প্রার্থী দেওয়া বিজেপি পেয়েছে ২৩৯টি আসন, আর একনাথ শিন্ডের শিবসেনা জিতেছে ১১৩টি-তে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বিশেষ স্বস্তিতে রাখছে না এই ফল। আরও পড়ুন-বিজেপির রাজ্য কমিটিতে এলেন মিঠুন চক্রবর্তী

দেখুন টুইট

এদিকে, আন্ধেরি পূর্ব উপনির্বাচনে উদ্ধব ঠাকরের দলের বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহার করল বিজেপি। শিবসেনার মৃত বিধায়কের স্ত্রী-কে প্রার্থী করেন উদ্ভব। তাঁর বিরুদ্ধে প্রার্থী দিলে উদ্ধব শিবসেনার অন্তর্দ্বন্দ্ব সুবিধা পেয়ে যেতে পারেন বলে বিজেপি প্রার্থী দিল না।

মহারাষ্ট্র গ্রাম পঞ্চায়েতের ফল

মোট আসন-১১৬৫

ঘোষিত আসন- ১০৫০

মহা আগড়ি- ৪৫৭

(এনসিপি-১৫৫

উদ্ধব সেনা-১৫৩

কংগ্রেস-১৪৯)

এনডিএ-৩৫২

(বিজেপি-২৩৯, একনাথ শিন্ডে সেনা-১১৩)

অন্যান্য-২৪১টি