Hindi: শেষ পর্যন্ত মারাঠা জনরোষের আশঙ্কায় তৃতীয় ভাষা নিয়ে অবস্থান বদল করতে বাধ্য হল মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপির নেতৃত্বে চলা এনডিএ সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশ (CM Devendra Fadnavis) ঘোষণা করলেন, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি পড়ানোর নির্দেশ প্রত্যাহার করা হল। মারাঠি অস্মিতাকে প্রাধান্য দিয়ে হিন্দিকে তৃতীয় ভাষার মর্যাদা দেওয়া থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী ফদনবিশ। মহারাষ্ট্রে হিন্দি বাধ্যতামূলক পড়ানো নিয়ে 'ডবল ইঞ্জিন' বিজেপি সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্রের মানুষদের ক্ষোভ ক্রমশ বাড়ছিল। এই ইস্য়ুতে কংগ্রেস, শরদ পাওয়ারের পাশাপাশি উদ্ভব ও রাজ ঠাকরে বড় আন্দোলনের হুমকি দিয়েছিলেন।
মহারাষ্ট্রে পাঠ্যক্রমে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিন্দি নয়
মারাঠ আবেগও ক্রমশ দেবেন্দ্র ফদনবিশের সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছিল। সেটা টের পেয়েই আপাতত রাজ্যের শিক্ষায় হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে চালু করা থেকে পিছু হটল মহারাষ্ট্র সরকার। তামিলনাড়ুতেও শিক্ষায় হিন্দিকে তৃতীয় ভাষা করা নিয়ে ব্যাপক বাধার মুখে পড়তে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে।
পিছু হটল দেবন্দ্র ফদনবিশের সরকার
Maharashtra withdraws orders to teach Hindi as third language in primary schools https://t.co/kEcceLDeZc
— Scroll.in (@scroll_in) June 29, 2025
কী শর্ত দেওয়া হয়েছিল
গত ১৮ জুন হিন্দিকে বাধ্যতামূলকভাবে মারাঠি এবং ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা হিসাবে পড়ানো নিয়ে নির্দেশ জারি করেছিল। তবে তাতে একটা শর্ত ছিল, শিক্ষার্থীরা অন্য কোনও ভারতীয় ভাষা বেছে নিতে পারে, কেবলমাত্র তখনই যদি একটি ক্লাসে তাদের মধ্যে অন্তত ২০ জন সেটিকে বেছে নেন।