মুম্বই, ২৬ নভেম্বর: নাটকীয় পরিস্থিতি মহারাষ্ট্রের সরকার গঠন (Maharashtra Government Formation) নিয়ে। মঙ্গলবার সন্ধ্যেতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবে শিবসেনা-কংগ্রেস এবং এনসিপি জোট। সূত্রের খবর, বুধবার সকালেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। এদিকে দু’জন উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন কংগ্রেসের বালাসাহেব থোরাট এবং এনসিপির জয়ন্ত পাটিল।
সংবাদসংস্থা ANI সূত্রে জানা গেছে, সরকার গঠনের চার দিন পর এদিন দুপুরে প্রথমে পদত্যাগ করেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। তারপরেই সাড়ে ৩টে নাগাদ ইস্তফা দেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিন দলের অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে সম্মতি জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী। এই সময়ের খবর অনুযায়ী, এদিন তিন দলের বৈঠকের পরই এমন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। আরও পড়ুন: Devendra Fadnavis Hits Out At Shiv Sena: শিবসেনা ক্ষমতা লোভী, পদত্যাগ করেই প্রাক্তন জোট শরিকের বিরুদ্ধে তোপ দাগলেন দেবেন্দ্র ফডনবিশ
Protem Speaker Kalidas Kolambkar: Tomorrow the first session of new assembly begins. From 8.00 am onwards oath will be administered to the MLAs https://t.co/1giq9dzL40
— ANI (@ANI) November 26, 2019
সন্ধ্যা ৬টা নাগাদ বিজেপি বিধায়ক কালিদাস কোলাম্বকরকে প্রোটেম স্পিকার (Protem Speaker) হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। আগামীকাল সকাল ৮টাতেই বিধানসভার বিশেষ অধিবেশনে শপথবাক্য পাঠ করবেন সব দলের বিধায়করা।