থানে, ১৩ সেপ্টেম্বরঃ আচমকাই চারিদিক ধোঁয়ায় ধোঁয়া। তবে সেই ধোঁয়া কোথা থেকে আসছে তা বুঝে ওঠার আগেই ধোঁয়ার কারণে চোখ মুখ জ্বালা করতে শুরু করে স্থানীয়দের। অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন। বৃহস্পতিবার রাতে ঘটনাই ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে (Thane) জেলার অম্বরনাথ (Ambarnath) শহরে। জানা যাচ্ছে, এলাকার একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক (Maharashtra Gas Leak) করে এমন কাণ্ড ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যের পর থেকে হঠাৎই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কমতে থাকে চারিদিকের দৃশ্যমানতা। চোখে মুখে জ্বালাভাব অনুভব করেন শহরবাসী। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন বলেও জানা যাচ্ছে। তবে প্রথমে স্থানীয়রা আন্দাজ করতে না পারলেও পরে তাঁরা বুঝতে পারেন এই ধোঁয়া আসলে রাসায়নিক গ্যাস। এরপরেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। স্বাভাবিক ভাবেই 'ভোপাল রাসায়নিক গ্যাস লিকের' ভয়াবহ দুর্ঘটনার কথা মনে পড়েছিল অনেকের। তবে মধ্যপ্রদেশের মত মহারাষ্ট্রের রাসায়নিক গ্যাস লিকের ভয়াবহতা তেমন ছিল না। গ্যাস লিক হওয়ার খবর পাওয়া মাত্রই কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসনের তরফে স্থানীয়দের ঘরের বাইরে না বেরনোর অনুরোধ করা হয়। থানের অম্বরনাথে গ্যাস লিকের জেরে রাস্তাঘাট ধোঁয়ায় ভরে যাওয়ার দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
রাসায়নিক গ্যাসে ঢেকেছে অম্বরনাথ...
🔴 #BREAKING | Maharashtra: Gas leak at a chemical company in Ambarnath, spreads across the city. Residents experience reduced visibility, itchy eyes and throat irritation. pic.twitter.com/tcxrTDyRB8
— NDTV (@ndtv) September 12, 2024
তবে কী কারণে ওই রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রাসায়নিক গ্যাস লিকের জেরে কারুর গুরুতর অসুস্থ হওয়া কিংবা কারুর মৃত্যু হয়েছে, এমন কোন খবর মেলেনি। তবে ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে অম্বরনাথবাসীর মধ্যে।