
লাতুর, ২৬ মেঃ মহারাষ্ট্র জুড়ে বেগতিক আবহাওয়া। সময়ের অনেক আগেই রাজ্যে এসে হাজির হয়েছে বর্ষা (Monsoon)। রবিবার রাত থেকে টানা মুষলধারে বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বই শহরতলি। সোমবার দিনভর ভিজেছে বাণিজ্যনগরী। এরই মাঝে খবর মহারাষ্ট্রের লাতুরে দুর্ঘটনা কবলিত হয়ে মারা গিয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক আর.টি. দেশমুখ (R.T. Deshmukh)।
বৃষ্টির মধ্যে প্রাক্তন বিধায়কের গাড়ি বেলকুণ্ডের কাছে লাতুর-তুলজাপুর রোডে দুর্ঘটনার শিকার হয়। জানা যাচ্ছে, দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার পর চারবার ওলট পালট খায় গাড়িটি। দুর্ঘটনার সময়ে গাড়িতে ছিলেন আর.টি. দেশমুখ। প্রাক্তন বিধায়কের দেহরক্ষী গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার জেরে মাথায় এবং বুকে গুরুতর চোট লাগে দেশমুখের। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃষ্টির মধ্যে রাস্তায় জল জমার কারণেই গাড়ির চাকা পিছলে গিয়ে গোটা দুর্ঘটনাটি ঘটেছে বলেই আশঙ্কা করছে পুলিশ।
গাড়ি দুর্ঘটনায় প্রাক্তন বিজেপি বিধায়কের মৃত্যুঃ
Maharashtra: Former MLA R.T. Deshmukh, met with a car accident on the Latur-Tuljapur Road near Belkund. He sustained serious injuries and was immediately admitted to Sahyadri Hospital in Latur, where doctors declared him dead pic.twitter.com/0suT0qTHZO
— IANS (@ians_india) May 26, 2025
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের অনুমান, বৃষ্টির মধ্যে রাস্তার এদিক ওদিক জল জমে। সেই জলের দ্রুত গতির গাড়ির চাকা পিছলে যায়। এরপর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। গাড়ি গিয়ে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে।