মুম্বই, ২৮ জুন: এনডিএ শাসিত মহারাষ্ট্রে এবার চালু হল মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-কে পদ্ম শিবিরের নেতারা কটাক্ষ করলেও মহারাষ্ট্রে সেই পথেই বিজেপির নেতৃত্বে চলা এনডিএ সরকার। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর মহারাষ্ট্রের মহিলা ভোটারদের মন পেতে সেখানে মমতার লক্ষ্মীভাণ্ডারের মতই নয়া ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। প্রকল্পের নাম ' মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন'(Mukhyanantri Majhi Ladki Bahin )। বাংলায় যার মানে 'আমার প্রিয় বোন'। এর আগে মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 'লাডলি বেহেনা' নামের এক প্রকল্পে মহিলাদের মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
এই প্রকল্পের আওতায় মহারাষ্ট্রের প্রতিটি মহিলাকে মাসিক দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এমন কথাই এদিন মহারাষ্ট্র বিধানসভা অধিবেশনে ঘোষণা করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সঙ্গে তিনি জানিয়েছেন, জুলাইয়ের ১ তারিখ থেকেই এই ভাতা কার্যকর হচ্ছে মহারাষ্ট্রের মহিলাদের জন্য। আরও পড়ুন-শপথ নিয়ে রাজভবন-নবান্নের টানাপড়েন অব্যাহত, বিধানসভার বাইরে তৃতীয় দিনে ধর্নায় সায়ন্তিকা এবং রেয়াত
কাকা শরদ পাওয়ারের সঙ্গে বিবাদ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মাত্র একটা আসনে জেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্জের ডেপুটি অজিতের রাজনৈতিক কেরিয়ার এখন প্রশ্নের মুখে। তার আগে মহিলা ভোটারদের মন জিততে বিজেপি, একনাথ শিন্ডে, অজিত পাওয়ারের কৌশল হল ভাতার ব্যবস্থা করা। আর ক মাস পরেই হতে চলা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে একেবারে কোণঠাসা সেখানকার এনডিএ সরকার। মহারাষ্ট্রে লোকসভায় মাত্র ৯টা আসনে জয়ী বিজেপির পক্ষে খুব কঠিন হতে চলেছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন।
দেখুন ভিডিয়ো
Watch: "We are announcing Mukhyanantri Majhi Ladki Bahin (Chief Minister My Beloved Sister). Under this scheme, all women aged 21-60 will receive Rs 1500 per month. The scheme will be implemented from July 2024." - Maharashtra Deputy CM and NCP Chief Ajit Pawar at the State… pic.twitter.com/r2OZN8Fl3u
— IANS (@ians_india) June 28, 2024
প্রসঙ্গত, সবার আগে বাংলায় মহিলাদের জন্য লক্ষ্মীভাণ্ডার নামের এক প্রকল্প চালু করে দেশজুড়ে ঝড় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অনেকের কাছে প্রশংসিত আর বিরোধীদের কাছে সমালোচিত দিদির এই প্রকল্পের অধীনে বাংলার মহিলারা মাসে আগে ৫০০ টাকা করে পেতেন। পরে সেটা লোকসভা ভোটের মুখে বেড়ে হয় হাজার টাকা।
বাংলায় বিজেপির আইটি সেলের প্রচারে মমতার লক্ষ্মীভাণ্ডারের প্রসঙ্গ তুলে খোঁচা দেওয়া হয়। এবার লোকসভা ভোটে মমতার এই বিপুল জয় শুধু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্যই হয়েছে বলে বিজেপি কর্মী, সমর্থকদের একাংশ দাবি করেন। তবে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ভাতা ঘোষণার পর বঙ্গের গেরুয়া শিবিরের নেতারা যে অস্বস্তিতে পড়বেন তা বলাই যায়।