মুম্বই, ১৭ অক্টোবর: আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে প্রার্থী প্রত্যাহার করল বিজেপি। এই কেন্দ্রে উদ্ধব ঠাকরে তাঁর দলের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন রুতুজা লাটকে-কে। রুতুজা হলেন এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক তথা শিবসেনার বড় নেতা রমেশ লাটকের স্ত্রী। এমএনএস প্রধান রাজ ঠাকরে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবীশের কাছে আবেদন করেছিলেন, আন্ধেরী পূর্বের উপনির্বাচনে রমেশ লাটকের স্ত্রী-র বিরুদ্ধে প্রার্থী না দিয়ে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনতে। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী হিসেবে মুরজি প্যাটেলের নাম ঘোষণা করেছিল।
কিন্তু শিবসেনার অভ্যন্তরিন রাজনীতির কথা বিচার করে এই যাত্রায় উদ্ধভকে ওয়াকওভার দিল বিজেপি। রুতুজা লাটকের বিরুদ্ধে প্রার্থী দিয়ে শিবসেনায় যাতে একনাথ শিন্ডে কোণঠাসা না হয়ে পড়েন, সেই জন্যই বিজেপি আন্ধেরিতে প্রার্থী তুলে নিল বিজেপি। এমনটাই মনে করা হচ্ছে।
দেখুন টুইট
Maharashtra: BJP to withdraw its candidate Murji Patel against Uddhav Shiv Sena's Rutuja Latke in Andheri East bye-elections.#Maharashtra
— Democracy Times Network (@TimesDemocracy) October 17, 2022
আগামী ২ নভেম্বর হবে আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচন।