দিল্লি, ২৭ জানুয়ারি: মহাকুম্ভ চলছে। এবার মহাকুম্ভের (Maha Kumbh 2025)মাঝে পড়েছে মৌনী অমাবস্যা। ফলে পবিত্র এই দিনে কুম্ভে পূণ্যডুব দিতে চাইছেন বহু মানুষ। যার জেরে প্রয়াগরাজের বিমান ভাড়া (Flight Fare) হু হু করে বাড়তে শুরু করেছে। মৌনী অমাবস্যা (Mauni Amavasya) উপলক্ষ্যে প্রয়াগরাজের বিমান ভাড়া ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যার জেরে ডিজিসিএ এবার পদক্ষেপ করতে পারে বলে খবর।
গত ১৩ ফেব্রুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১২ কোটির বেশি মানুষে বিশ্বের সবচেয়ে বড় মেলায় হাজির হয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। প্রত্যেক ১২ বছর অন্তর বসে মহাকুম্ভ। তাই পূণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন প্রয়াগরাজে। যার জেরে বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে।
রিপোর্টে প্রকাশ, মুম্বই থেকে প্রয়াগরাজের ভাড়া ২২-৬০ হাজার পর্যন্ত পৌঁছে গিয়েছে। বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজ ২৬ থেকে ৪৮ হাজারে পৌঁছেছে। মৌনা অমাবস্যা উপলক্ষ্যে যে হারে প্রয়াগরাজের ভাড়া বেড়েছে, সেই খবর প্রকাশ্যে আসতেই ডিজিসিএ পদক্ষেপ করতে পারে বলে খবর।