Representational Image (Photo Credit: File Photo)

ভোপাল, ৬ নভেম্বর: স্ত্রী (Wife)  বিশ্বাসঘাতকতা করছেন। এমন সন্দেহ থেকে স্ত্রীর নাক কেটে ফেলল স্বামী (Husband)। শুনত অবাক লাগলেও, মধ্যপ্রদেশের (Madhya Pradesh)ঝাবুয়া থেকে এমনই একটি ঘটা প্রকাশ্যে এসেছে। যেখানে সন্দেহের বশে স্ত্রীর নাক কেটে ফেলতে দেখা যায় স্বামীকে।

স্ত্রীর নাক কেটে ফেলতেই ঝাবুয়ার ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে ওই ব্যক্তি।

পুলিশ সুপার জানান, ঝাবুয়ার এক ব্যক্তি প্রথমে স্ত্রীর উপর অত্যাচার করছে বলে শোনা যায়। তাঁরা খবর পেয়ে সেখানে যেতে না যেতেই ওই ব্যক্তি স্ত্রীর নাকে আঘাত করে, তা কেটে দেয়।

আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর,  স্ত্রীর চরিত্র নিয়ে সদাই সন্দেহ করত স্বামী। সন্দেহের বশেই  ওই ব্যক্তি স্ত্রীর নাক কেটে দেয়। জঘন্য ওই অপরাধের পর কোনও মন্তব্য করতে শোনা যায়নি রাকেশ বিলওয়াল নামে  ঝাবুয়ার ওই বাসিন্দাকে।

জানা যায়, সম্প্রতি রাকেশ স্ত্রীকে নিয়ে গুজরাটে কাজ করতে যায়। সেখানে গিয়ে স্ত্রীর উপর তার সন্দেহ বাড়তে শুরু করে। দুজনের মধ্যে বিবাদ শুরু হওয়ায়, রাকেশ স্ত্রীকে নিয়ে গুজরাট থেকে মধ্যপ্রদেশের ঝাবুয়ায় ফিরে আসে। ঝাবুয়ায় ফেরার পরও তাদের মাঝে অশান্তি বন্ধ হয়নি। এরপরই হঠাৎ স্ত্রীর সঙ্গে বিাদের মাঝে, তাঁর নাক কেটে দেয় রাকেশ।

তবে স্ত্রীর নাক ব্লেড দিয়ে কাটার পর তাঁকে নিয়ে হাসপাতালে যায় রাকেশ। এরপর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর তাকে পুলিশ গ্রেফতার করে।