জয়পুর, ২০ নভেম্বর: 'লাভ জিহাদ'-র বিপক্ষে তীব্র তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। শুক্রবার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী 'লাভ জিহাদ' (Love Jihad) শব্দটিকে বিজেপি নির্মিত বলে দাবি আক্রমণ করেন। তিনি এও জানান, বিয়ে সম্পূর্ণভাবেই নিজেদের ব্যক্তিগত ইচ্ছেতে হয়। যদি এর বিরুদ্ধে কোনও আইন আনা হয় তা পুরোপুরি অসাংবিধানিক। টুইটে এই মন্তব্যই করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ।
এদিকে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সরকার 'লাভ জিহাদ' রুখতে কড়া আইন আনার পরিকল্পনা করছে। অশোক গেহলট টুইটে আরও জানান,"লাভ জিহাদ বিজেপি প্রসূত। তারা সাম্প্রদায়িক ঐক্য নষ্ট করার চেষ্টা চলছে।" আরও একটি টুইটে তিনি বলেন,"বিয়েতে সকলের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। সরকার সেই স্বাধীনতা কেড়ে নিতে চায়।" আরও পড়ুন, যোগীর রাজ্যে এবার ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে আসছে কঠোর আইন
এদিকে যোগীর রাজ্যে আসছে ‘লাভ জিহাদে’র বিরুদ্ধ কঠোর আইন (Love Jihad)। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত প্রস্তাবনা ইতিমধ্যেই রাজ্যের আইন দপ্তরকে পাঠিয়েছে। শুক্রবার সাংবাদিকদের কাছে বিষয়টি খোলসা করল স্বরাষ্ট্র দপ্তর। সম্প্রতি জানা গিয়েছিল যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বিধানসভাতেও লাভ জিহাদ বিরোধী আইন আনার জন্য প্রস্তাব পেশ হবে। আসন্ন শীতকালীন অধিবেশনেই তা হতে চলেছে। মূলত ভিন্ন ধর্মী দুজনের বিয়ের বিরুদ্ধে দক্ষিণপন্থী রাজনীতিকদের সিলমোহর হিসেবে কাজ করবে এই আইন। এই আইন একবার বলবৎ হলেই মধ্যপ্রদেশে ভিন্ন ধর্মী তরুণ তরুণীর বিয়ে জামিন অযোগ্য অপরাধের শামিল হবে।