দিল্লি, ৮ মে: লোকসভা নির্বাচনের (Loksabha Election) মাঝে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধর্মশাস্ত্র পড়া উচিত। শুধু তাই নয়, সব সময় ধর্মের কথা না বলে প্রধানমন্ত্রী এবার কিছু কাজের কথা বলুন বলেও কটাক্ষ করেন তেজস্বী। গত ১০ বছরে প্রধানমন্ত্রী কী কাজ করেছেন? বিহারের মানুষের জন্যই বা কী করেছেন বলে প্রশ্ন তোলেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)।
আরও পড়ুন: Loksabha Election 2024: নবরাত্রিতে মাছ খাওয়ায় তেজস্বী যাদবকে কটাক্ষ, 'মরশুমি সনাতনী' বলল বিজেপি
শুনুন কী বললেন লালু-পুত্র তেজস্বী যাদব...
Watch: RJD leader Tejashwi Yadav says, "The Prime Minister has to learn Dharma Shastra. Alongside religion, you should also talk about work. What have you done in the last 10 years? What did you do for Bihar?" pic.twitter.com/tDkQ0Jnujr
— IANS (@ians_india) May 8, 2024
সম্প্রতি প্রচারের মাঝে তেজস্বী যাদবকে খাদ্যাভাষ নিয়ে কটাক্ষ করা হয় বিজেপির তরফে। প্রচারের মাঝে তেজস্বী যাদব যখন হেলিকপ্টারে দুপুরের খাবার নিয়ে বসেন, সেই সময় তাঁর থালায় মাছ ভাজা, রুটি, পেঁয়াজ এবং আচারের দেখা মেলে। প্রচারের মাঝে তেজস্বী যাদবের আমিষ খাবার নিয়ে কটাক্ষ করা হয় বিজেপির তরফে। এমনকী তেজস্বী যাদব 'মরশুমি সনাতনী' বলে আক্রমণ করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
যা নিয়ে গেরুয়া শিবিরকে পালটা আক্রমণ করতে ভোলেননি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও।