'এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দারুন ফল করতে চলেছে বিজেপি।' শেষ দফা নির্বাচনের আগে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'পশ্চিমবঙ্গের নির্বাচনে কীভাবে টিকে থাকা যায়, তার জন্য এবার লড়াই করছে তৃণমূল কংগ্রেস।' শুধু তাই নয়, 'বাংলা থেকে বিজেপি এবার সর্বাধিক সাফল্যও পাবে' বলে দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত ১ জুন শেষ দফা নির্বাচনের আগে মঙ্গলবার বাংলায় প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কলকাতায় আজ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসবের পাশাপাশি যাদবপুর এবং বারাসত লোকসভা আসনের জন্যও শেষ দফা নির্বাচনের আগে প্রচার করতে দেখা যাবে নরেন্দ্র মোদীকে।
আরও পড়ুন: Narendra Modi Profile: এমএ পাশ মোদীর কাছে নগদ মাত্র ৫২ হাজার, নেই কোনও বাড়ি গাড়ি
দেখুন কী বললেন প্রধানমন্ত্রী মোদী...
In an interview to ANI, PM Modi says, "TMC party is fighting for survival in the Bengal elections. This time, the best-performing state in India is going to be West Bengal. BJP is getting maximum success in West Bengal."
Full Interview to be played out at 10 am (Digital and… pic.twitter.com/HfLowGpXOH
— ANI (@ANI) May 28, 2024