মান্ডি, ৪ এপ্রিল: এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভোট। তাই মান্ডি লোকসভা কেন্দ্রে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) ভোট দেওয়া মানে তা মোদীর কাছে যাওয়া। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত।
শুনুন কী বললেন বিজেপির অভিনেত্রী প্রার্থী কঙ্গনা রানাউত....
#WATCH | Himachal Pradesh: At a public meeting in Sundernagar, BJP Lok Sabha candidate from Mandi, Kangana Ranaut says, "...This the election of PM Modi. If you vote for Kangana, it will go to PM Modi... When a govt as the extension of a 'foreign mindset' formed in India with… pic.twitter.com/1v1GVIWTsk
— ANI (@ANI) April 4, 2024
প্রচারে বেরিয়ে কঙ্গনা আরও বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কিছু কাজ করেছেন। যার জন্য মানুষ তাঁকে চেনেন। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মানুষের কাছেও তাঁর পরিচয় একজন অভিনেত্রী হিসেবে। তাই বলে এই নয় যে মানুষ তাঁকে ভোট দেবেন। এমন কোনও কাজ এখনও তিনি সাধারণ মানুষের জন্য করে উঠতে পারেননি যাতে তিনি ভোট পাওয়ার যোগ্য হন। তবে তাঁকে ভোট দেওয়ার অর্থ, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাওয়া।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'আমার উপর বিশ্বাস রাখুন', প্রচারে বেরিয়ে বললেন কঙ্গনা রানাউত
তাই মান্ডির (Mandi) জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভোট পৌঁছে দিতে যাতে পিছিয়ে না থাকেন, সেই আবেদন করেন বিজেপির অভিনেত্রী প্রার্থী কঙ্গনা।