দিল্লি, ২৩ এপ্রিল: গত ১৫ ধরে সাংসদ থাকাকালীন রাহুল গান্ধী (Rahul Gandhi) যে কাজ করেছেন,তার তুলনায় অনেক বেশি করেছেন তিনি। আমেঠিতে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন বিজেপির স্মৃতি ইরানি (Smriti Irani)। গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে, এবার আমেঠি থেকে নাকি লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। যদিও জল্পনা শোনা গেলেও, এ বিষয়ে কংগ্রেসের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। অর্থাৎ আমেঠিতে কংগ্রেসের প্রার্থী হিসেবে সোনিয়া-জামাতাকে দেখা যাবে কি না, সে বিষয়ে হাত শিবিরের তরফে কিছু জানানো হয়নি।
আমেঠি কেন্দ্র নিয়ে যখন কংগ্রেসের অন্দরে জোর জল্পনা চলছে,তখন তা নিয়ে কটাক্ষ করেন স্মৃতি। তিনি বলেন, জামাইবাবুর নজর রয়েছে,সেখানে শালাবাবু কী করবেন! এমন একটা সময় ছিল যখন মানুষ মুখ মোছার রুমাল দিয়ে বাসের আসন রাখতেন। এমন প্রসঙ্গের উল্লেখ করে, আমেঠিতে কংগ্রেসের রাহুল না রবার্টে, এই প্রশ্ন আরও উসকে দিলেন স্মৃৃতি ইরানি। যদিও স্মৃতি ইরানির কটাক্ষেক প্রেক্ষিতে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও মন্তব্য করা হয়নি।