Smriti Irani, Rahul Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ২২ এপ্রিল: আগামী ২৬ এপ্রিলের পর রাহুল গান্ধী ফের উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমেঠিতে (Amethi) আসবেন। ২৬ এপ্রিলের পর রাহুল গান্ধী আমেঠিতে হাজির হয়ে সেখানে জাতপাতের ইস্যুকে ফের প্রকাশ্যে আনবেন এবং বিভিন্ন মন্দিরে যাবেন। এমনই মন্তব্য করলেন বিজেপির স্মৃতি ইরানি (Smriti Irani)। ২৬ এপ্রিলের পর রাহুল গান্ধী আমেঠিতে আসবেন এবং বলবেন, তাঁর পরিবারের মানুষের সঙ্গে আমেঠির কী সম্পর্ক। ওয়েনাড়ে ভোট সম্পন্ন হলেই রাহুল গান্ধী ফের আমেঠিতে ফিরে আসবেন বলে মন্তব্য করেন স্মৃতি ইরানি।

আরও পড়ুন: Rahul Gandhi: শরীর খারাপ, রাঁচিতে INDIA-র মহা সমাবেশে থাকছেন না রাহুল গান্ধী

প্রসঙ্গত ২০১৯ সালে ওয়েনাড়ে জিতলেও, রাহুল গান্ধীকে আমেঠিতে পরাস্ত করেন বিজেপির স্মৃতি ইরানি। ২০১৯-এর পর এবারও কেরলের ওয়েনাড় থেকেই মনোনয়ন পত্র জমা দিচ্ছেন কংগ্রেস নেতা। তবে আমেঠিতে এবার কংগ্রেসের তরফে কাকে প্রার্থী করা হচ্ছে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।