আগ্রা, ২৫ এপ্রিল: রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) ফের একযোগে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব তুষ্টিকরণের রাজনীতি করছেন বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi) । বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আগ্রার জনসভা থেকে এমন অভিযোগ করেন মোদী। শুধু তাই নয়, ওবিসি কোটা সরিয়ে, ধর্মের ভিত্তিতে কংগ্রেস সংরক্ষণ চালু করে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশে দুই যুবকের বন্ধুত্ব রাজনীতি থেকে তুষ্টিকরণ পর্যন্ত অব্যাহত বলেও গান্ধী এবং যাদবকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'কংগ্রেসের শেহজাদাকে আমায় অপমান করতে দিন', রাহুলকে ফের কটাক্ষ মোদীর
আগ্রার জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের এই তুষ্টিকরণের রাজনীতি দেশকে বিভক্ত করেছে। শুধু তাই নয়, 'কংগ্রেসের ইস্তাহার দেখে তাতে মুসলিম লিগের লিগের ছাপ রয়েছে' বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদী।
কেন্দ্রের বিজেপি সরকার তুষ্টিকরণের রাজনীতি শেষ করে মানুষের সন্তুষ্টিকরণের কাজ শুরু করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।