ভোপাল, ২৫ এপ্রিল: নির্বাচনী জনসভায় ফের রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার মোদী বলেন, 'কংগ্রেসের শেহজাদাকে আমাকে অপমান করতে দিন। তাতে আপনার রেগে যাবেন না।' কয়েক দশক ধরে এই কাজ চলছে বলেও মন্তব্য করেন মোদী। পাশাপাশি 'নামদাররা কামদারদের অপমান করেন' বলেও রাহুল গান্ধীকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী।
আরও পড়ুন: Loksabha Election 2024: মনোনয়ন জমা অখিলেশ যাদবের, ভারত, পাকিস্তান প্রসঙ্গ তুলে খোঁচা বিজেপির
মধ্যপ্রদেশের মোরেনার জনসভায় হাজির হয়ে মোদী আরও বলেন, কংগ্রেসের শেহজাদা আমায় অপমান করে আনন্দ পান। তিনি যে ভাষায় আমায় অপমান করছেন, তা সঠিক নয় বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন বহু মানুষ।
মোদীর কথায়, 'কংগ্রেসের শেহজাদা যেভাবে আমায় অপমান করছেন, তাতে অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। তবে আমি তাঁদের বলন, এসব নিয়ে মাথা ঘামাবেন না। দুঃখ পাবেন না। ওঁরা নামী লোক আর আমরা কাজের মানুষ। অনেক গরীবি সহ্য করেছি। তাই নামী মানুষ সব সময় কাজের লোকদের অপমান করেন' বলেও মোরেনার জনসভা থেকে কংগ্রেস নেতাকে একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।