Akhilesh Yadav (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৫ এপ্রিল:  মনোনয়ন পত্র জমা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মঙ্গলবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজ থেকে মনোনয়ন পত্র জমা দেন সমাজবাদী পার্টির প্রধান। অখিলেশ যাদবের বিপরীতে কনৌজ থেকে সমাজবাদী পার্টির হয়ে লড়ছেন বিজেপির সুব্রত পাঠক।  কনৌজ থেকে অখিলেশ যাদব মনোনয়ন পত্র জমা দিতেই তিনি এই লড়াইকে 'ভারত, পাকিস্তানের ক্রিকেট ম্যাচের' সঙ্গে তুলনা করেন।

যার জেরে সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব বলেন, সুব্রত পাঠক যদি ওই মন্তব্য করেন, তাহলে তাঁকে মানসিক রোগীদের হাসপাতালে পাঠানো উচিত। তাঁর মানসিক অবস্থা স্থিত নয় বলেও কটাক্ষ করেন রাম গোপাল যাদব।

আরও পডুন: Loksabha Election 2024: 'মানুষের সম্পত্তি নিয়ে কংগ্রেস যা ইচ্ছা তাই করবে', কটাক্ষ স্মৃতির

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কনৌজ থেকে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলকে কনৌজে পরাজিত করেন সুব্রত পাঠক। এবার গতবারের সাংসদ সুব্রত পাঠাকের বিরুদ্ধে লড়াই করছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।