PM Modi (Photo Credit: ANI/Twitter)

জয়পুর, ১১ এপ্রিল: কাচাথিভু (Katchatheevu) দ্বীপ নিয়ে দিগ্বিজয় সিংয়ের (Digvijaya Singh) মন্তব্যের প্রবল বিরোধিতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে মোদী দিগ্বিজয় সিংকে উদ্দেশ্য করে বলেন, কাচাথিভু দ্বীপে কেউ বসবাস করেন না তো কী হয়েছে! কাচাথিভু দ্বীপে যদি কেউ বসবাস না করেন, তাহলে তা দিয়ে দিতে হবে? তাহলে তো রাজস্থানের শুকনো মরুভূমি অঞ্চলেও কেউ বসবাস করেন না, তাহলে দুদিন পর  মরুভূমিও দিয়ে দিতে বলা হবে নাকি বলে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'কাচাথিভু দ্বীপে কারা বসবাস করেন?' দিগ্বিজয়ের মন্তব্যের পর পালটা কটাক্ষ কঙ্গনার

সম্প্রতি কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং কাচাথিভু দ্বীপে কেউ বসবাস করে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। দিগ্বিজয় সিংয়ের ওই মন্তব্যের পর তাঁকে পালটা আক্রমণ করেন মান্ডির বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা বলেন,  'আকসাই চিনকে বন্ধা জমি বলা জওহরলাল নেহেরু চিন্তা কংগ্রেসে এখনও জীবিত আছে। কাচাথিভু দ্বীপ নিয়ে দিগ্বিজয় সিংয়ের বক্তব্য সেই একই চিন্তার প্রতিফলন। এই মানসিকতার কারণে ভারতের প্রত্যন্ত অঞ্চলে কংগ্রেস সরকার উন্নয়ন করতে পারেনি বলে আক্রমণ করেন কঙ্গনা রানাউত।'

কঙ্গনার পর এবার কাচাথিভু নিয়ে দিগ্বিজয় সিংয়ের মন্তব্যের প্রবল বিরোধিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।