Loksabha Election 2024: 'এদিক ওদিকের কথা না বলে মূল প্রসঙ্গে বলুন', 'শ্রাবণে মাটন' খাওয়া নিয়ে পালটা তেজস্বীর
Tejaswi Yadav (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১২ এপ্রিল: শ্রাবণ মাসের মাটন খাওয়ার প্রসঙ্গ তুলে নাম না করে রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)  কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনকী নাম না করেই রাহুল, লালুকে 'মুঘলদের মত' বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। মোদীর ওই বক্তব্য নিয়ে যখন জল্পনা শুরু হয়, সেই সময় আরজেডি নো তেজস্বী যাদবকে জিজ্ঞাসা করা হয় এ বিষয়ে।

যার উত্তরে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মনে যা ইচ্ছে হয়, তিনি তাই বলেন। কিন্তু তিনি কী উন্নয়ন করেছেন, তা মানুষ শুনতে চান। গত ১০ বছরে প্রধানমন্ত্রী কী উন্নয়ন করেছেন, বিহারের মানুষের জন্য কোন কাজ করেছেন, তার কথা বলুন বলেও মন্তব্য করেন তেজস্বী যাদব।

আরও পড়ুন:  Loksabha Election 2024: 'মুঘলদের মত', 'শ্রাবণে মাটন' খাওয়া নিয়ে রাহুল, লালুকে কটাক্ষ মোদীর

এরপর তেজস্বীর আরও সংযোজন, প্রধানমন্ত্রী এদিক ওদিককার কথা না বলে, মূল বিষয় সম্পর্কে কিছু বলুন।