Lok Sabha Elections Result 2019: কাল, বৃহস্পতিবার দেশে জঙ্গিহানার সতর্কতা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
২৩ মে জঙ্গি হানার আশঙ্কা। (ফাইল ছবি/Photo Credits: IANS)

নয়া দিল্লি, ২২ মে:  কাল, বৃহস্পতিবার একদিকে, কঠোর নিরাপত্তার মাঝে দেশজুড়ে চলবে ভোটগণনা (Lok Sabha Elections Result 2019)। অন্যদিকে, বড় জঙ্গি হানা ঘটিয়ে দেশকে রক্তাক্ত করবে জঙ্গিরা। এমনই সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Intelligence Agencies)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ২৩ মে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) এবং রাজস্থানে (Rajasthan) জঙ্গিহানা হতে পারে। কাল, বৃহস্পতিবার একদিকে, কঠোর নিরাপত্তার মাঝে দেশজুড়ে চলবে ভোটগণনা।

দেশ যখন ভোট গণনায় ব্যস্ত খাবে, তখন অন্যদিকে, বড় জঙ্গি হানা ঘটিয়ে দেশকে রক্তাক্ত করবে জঙ্গিরা। এমনই সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ২৩ মে জম্মু-কাশ্মীর এবং রাজস্থানের মত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিহানা ঘটাতে পারে। এলওসি-র ধারে জঙ্গিরা আক্রমণ হানার সব পরিকল্পনা সেরে ফেলেছেন।

কাল, ২৩ মে আবার ভোটের ফল ঘোষণার সঙ্গে চলবে রমজানের 'জঙ ই বদর'। হিজরীর এই দিনে ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলিম বাহিনী মুশরিক কুরাইশ বাহিনীকে পরাজিত করে। রমজানের ১৭তম দিনে গুরুত্বপূর্ণ এই দিনে মহম্মদ তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েছিলেন। অতীতে দেখা গিয়েছে, এর আগে কাশ্মীরে বেশ কয়েকবার বড় জঙ্গিহানা ঘটেছে। এবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আশঙ্কা ২৩ মে দেশকে রক্তে রাঙিয়ে দিতে পারে জঙ্গিরা।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার খবর, পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জম্মু-কাশ্মীর, রাজস্থান সহ বেশ কিছু সীমান্তবর্তী এলাকায় তাদের জঙ্গিদের সক্রিয় হওয়ার বার্তা দিয়ে দিয়েছে। জঙ্গিরা শ্রীনগর এবং অন্ততিপুরা এয়ার বেসেও আক্রমণ চালাতে পারে বলে রিপোর্টে প্রকাশ। গোটা কাশ্মীর উপত্যকায় জরুরি সর্তকতা বার্তা জারি করা হয়েছে।