ঔরঙ্গাবাদ, ১৭ নভেম্বর: মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদে লেপার্ড (Leopard Attack) হানায় মৃত্যু হল বাবা-ছেলের। মঙ্গলবার বনবিভাগের তরফ থেকে এই খবর দেওয়া হয়েছে। সোমবার আপেগাঁওতে ঘটনাটি ঘটেছে। নিজেদের চাষের জমিতে চাষ করছিলেন ৫২ বছরের এক ব্যক্তি এবং তাঁর ২৭ বছরের ছেলে। সেই সময় অতর্কিতে হামলা চালায় লেপার্ডটি। লেপার্ডের হানায় থেঁতলে যায় বাবা-ছেলের দেহ। পড়ুন: ISL 2020-21: আইএসএল ২০২০-২১ মরশুমে ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এসসি ইস্টবেঙ্গল দলের টিম প্রোফাইল একনজরে
সোমবার মাঠে চাষ করতে সকালবেলাই বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে বাবা-ছেলে। কিন্তু এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলেও বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনরা তল্লাশি শুরু করেন। খবর দেওয়া হয় বনবিভাগকেও। পরবর্তীকালে অশোক আউতে এবং তাঁর ছেলে কৃষ্ণ আউতের মৃতদেহ ক্ষেতজমির উপর থেঁতলানো অবস্থায় উদ্ধার হয়।
অশোক এবং কৃষ্ণের মৃত্যুর জেরে ক্ষেতজমিতে ক্যামেরা এবং খাঁচা বসানোর বন্দোবস্ত করা হয়েছে। আইন অনুযায়ী লেপার্ডের থাবায় মৃতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ।