টানা ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের (Uttarakhand) একাধিক এলাকা। এরমধ্যেই পিথোরাগড়ে নামল ভূমিধস। যার ফলে ধৌলিগঙ্গায় জলবিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে সুড়ঙ্গের প্রবেশপথ অবরুদ্ধ। সুড়ঙ্গের নীচে আটকে ছিলেন এনএইচপিসির ১৯ জন কর্মী। রবিবার সকাল থেকেই সুড়ঙ্গের নীচে আটকে ছিলেন তাঁরা। তবে বেলা গড়াতেই ধীরে ধীরে উদ্ধার করা হয় ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের ১৯ জন কর্মীকে। সকলকেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধারকাজ
জানা যাচ্ছে, এদিন ধারচুলায় ধৌলিগঙ্গা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সুড়ঙ্গপথের দুটি মুখই বড় বড় পাথর, কাদামাটি পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় প্রশাসনের কাছে খবর যেতেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় জেসিবির মাধ্যমে সুড়ঙ্গের মুখ খোলার চেষ্টা করা হয়। অবশেষে কয়েকঘন্টার চেষ্টায় প্রথমে ৮ জন ও পরে ১১ জনকে উদ্ধার করা হয়।
অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েকজন
সুড়ঙ্গের নীচে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর। এদিকে সুড়ঙ্গে প্যাকেটজাত খাবর ও জল আগে থেকেই মজুত ছিল, ফলে খাদ্যের সমস্যা সেভাবে কারোর হয়নি।