নয়াদিল্লিঃ মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে(Malayalam Film Industry) #মিটু(#MeToo) ঝড়। বিচারপতি হেমা কমটির(Hema Committee) রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক মুখ খুলেছেন অনেক অভিনেত্রী। কেরিয়ারের বিভিন্ন সময় কীভাবে প্রযোজক বা পরিচালকের যৌন নিগ্রহের শিকার হয়েছেন সে কথা প্রকাশ্যে এনেছেন তাঁরা। এই তালিকায় জুড়েছে তামিল অভিনেত্রী এবং বিজেপি(BJP) নেত্রী খুশবু সুন্দরের(Kushboo Sundar) নাম। বুধবার এক্স হ্যান্ডেলে বাবার কাছে মাত্র ৮ বছর বয়সে যৌন হেনস্থার কথা জানান জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্য। এ বার উত্তর দিলেন কেন আগে এই বিষয়টি প্রকাশ্যে আনেননি। তিনি বলছেন, "অনেকেই প্রশ্ন করেন কেন আগে এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলিনি। আমি মনে করি হয়তো আগেই আমার এ ব্যাপারে কথা বলা উচিত ছিল। কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল তা কেরিয়ারের সঙ্গে কোনওরকম আপোষ করা জিনিস নয়। আর সেই সময় এই ঝাঁ চকচকে জগতে মুখ থুবড়ে পড়ে গেলে যার হাত শক্ত করে ধরার কথা ছিল, সেই হাতেই আমি নিগৃহীত হয়েছিলাম।" প্রসঙ্গত, বুধবার নিজের এক্স হ্যান্ডেলে বাবার হাতে নিগৃহীত হওয়ার কথা লেখেন অভিনেত্রী। তিনি লেখেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে যে মিটু ঝড় চলছে তা আমায় অন্তর থেকে ভেঙে দিচ্ছে। আমি সেই সকল মহিলাদের সাধুবাদ জানাই যারা নিজেদের অবস্থান থেকে পিছপা হননি, লড়ে গিয়েছেন। এই ধরনের অত্যাচার এবং ঘৃণ্য অপরাধ রুখতে হেমা কমিটির অত্যন্ত প্রয়োজন ছিল। কেরিয়ারে উন্নতির জন্য কমবেশি সব ইন্ডাস্ট্রিতেই আপোষ করতে বলা হকিন্তু কেন? মহিলাদের এই জাঁতাকলের মধ্যে দিয়ে কেন যেতে হবে?" এখানেই শেষ নয়, রাজনীতিক আরও লেখেন, "আমাদের সমাজ এমনই যে তারপরেও নিগৃহীতাকেই দোষারোপ করা হয়। নানা প্রশ্ন করা হয় যা তাদেরকে ভিতর থেকে আরও শেষ করে দেয়। পারলে নিগৃহীতাদের পাশে এসে দাঁড়ান তাদের মানসিক সমর্থন দিন।"
Should have spoken earlier: Actress-politician Khushbu Sundar on sexual abuse by her father amid #MeToo storm | Indiablooms - First Portal on Digital News Management https://t.co/4rGAg436Q3 #KhushbuSundar #MeToo #SexualAbuse #MalayalamFilmIndustry
— India Blooms (@indiablooms) August 29, 2024