দিল্লি, ২৭ সেপ্টেম্বর: কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় যখন পারদ চড়ছে, সেই সময় ফের ট্রুডোর দেশের বিরুদ্ধে তোপ দাগলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কানাডায় যাচ্ছে, তা চরমপন্থীদের সংগঠিত অপরাধ বলে তোপ দাগেন বিদেশমন্ত্রী। গত কয়েক বছরে কানাডা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সংগঠিত অপরাধ, সহিংসতা এবং চরমপন্থার সঙ্গে সম্পর্কিত একের পর এক সংগঠিত অপরাধ দেখেছে। যার একটির সঙ্গে অপরটির যোগ রয়েছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। শুধু তাই নয়, কানাডায় চরমপন্থীদের যে সংগঠিত অপরাধ চলছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করেই ভারতের তরফে কথা বলা হচ্ছে বলেও জানান বিদেশমন্ত্রী।
শুধু তাই নয়, কানাডায় চরমপন্থীদের যে কার্যকলাপ চলছে, সে বিষয়ে ভারত সরকারের তরফে একাধিকবার তথ্য প্রমাণ দেওয়া হয়েছে জাস্টিন ট্রুডোর দেশকে। এমনকী বার বার প্রত্যার্পণের কথাও দিল্লি বলেছে। এমন জানান জয়শঙ্কর। জঙ্গি নেতাদের যাতে প্রত্যার্পণ করা হয়, সে বিষয়ে বার বার কানাডার কাছে অনুরোধ করা হয়েছে। তবে কোনও ফল মেলেনি বলে জানান জয়শঙ্কর। উপযুক্ত তথ্য প্র মাণ দিল্লির তরফে দেওয়া হলেও, চরমপন্থীদের বিষয়ে কানাডা নিশ্চুপ বলে জানান বিদেশমন্ত্রী।