কাসারগোড: মেয়েদের আর্থিক নিরাপত্তা (Financial security) দিতে আন্তর্জাতিক নারী দিবসের দিন (International Women’s Day 2023) বিশেষ বিবাহ আইন (Special Marriage Act) অনুযায়ী বিয়ে (Marriage) করল এক মুসলিম দম্পতি (Muslim Couple)। বুধবার ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) কাসারগোড (Kasaragod) জেলায়। এই ঘটনার কথা প্রকাশ্য আসার পরে অনেকে ওই দম্পতির প্রশংসা করলেও কেউ কেউ তীব্র সমালোচনাও করেছেন।
কেরলের একজন আইনজীবী ও অভিনেতা সি শুক্কুর বুধবার তাঁদের তিন মেয়ের উপস্থিতিতে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর শীনাকে বিশেষ বিবাহ আইন অনুযায়ী ফের বিয়ে করেন।
এই ঘটনার তীব্র সমালোচনা করে কেরলের একটি বিখ্যাত সুন্নি হায়ার এডুকেশন ইনস্টিটিউটের তরফে জানানো হয়, দম্পতির এই সিদ্ধান্ত ইসলাম ও মুসলিম পার্সোনাল ল-কে অশ্রদ্ধা জানানোর একটা চেষ্টা। ফের বিয়ে করার এই ঘটনা একটা নাটক ও শুক্কুরের এই হীন কাজের কারণ হল তাঁর দাদা-ভাইদের সম্পত্তি না দেওয়ার চেষ্টা। মুসলিম পার্সোনাল আইন অনুযায়ী, শুক্কুর মারা যাওয়ার পর যেহুতু তাঁর কোনও ছেলে ছিল না তাই সম্পত্তির এক-তৃতীয়াংশ পেতেন তাঁর দাদা-ভাইরা। আর তাই বিশেষ বিবাহ আইন অনুযায়ী ফের বিয়ে করে এই অধিকার থেকে দাদা-ভাইদের বঞ্চিত করার চেষ্টা করেছেন শুক্কুর।
এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে শুক্কুর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, এই ধরনের উসকানিমূলক বার্তার কারণে যদি তাঁর উপরে কোনও শারীরিক আক্রমণের ঘটনা ঘটে তাহলে দায়ী হবে ওই প্রতিষ্ঠানটিই।
Kerala: Muslim Couple Gets Remarried Under Special Marriage Act on International Women’s Day 2023 for Daughters’ Financial Securityhttps://t.co/u5RrYlsskG#Kerala #Muslim #Couple #Remarriage #SpecialMarriageAct #Daughters #InternationalWomensDay2023
— LatestLY (@latestly) March 8, 2023