Kerala: করোনায় বাবা-মা হারানো অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব কেরল সরকারের
নয়া ঘোষণা কেরল সরকারের

দিল্লি, ২৭ মে: করোনার (Corona) জেরে বাবা-মাকে হারানোর শিশু, কিশোরদের পাশে দাঁড়াল কেরল (Kerala) সরকার৷ করোনায় বাবা-মায়ের মৃত্যু হলে, অনাথ হয়ে যাওয়া পরিবারগুলির শিশুদের জন্য ৩০ হাজার করে দেওয়া হবে বলে ঘোষণা করল পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan)সরকার৷

 

শুধু তাই নয়, করোনায় (Corona) বাবা-মাকে হারানো অনাথ শিশুদের এককালীন ৩০ হাজারের পাশাপাশি তাঁদের প্রত্যেক মাসে ২ হাজার করে অনুদান দেওয়া হবে বলেও জানানো হয়েছে কেরল সরকারের তরফে৷ যতদিন না পর্যন্ত ওই শিশু বা কিশোরদের বয়স ১৮ হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে তাদের ১৮ হাজার করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় কেরল সরকারের তরফে৷ পাশাপাশি শিশু বা কিশোররা স্নাতক হওয়া পর্যন্ত তাদের পড়াশোনার দায়িত্বও কেরল সরকার নিচ্ছে বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) পিনরাই বিজয়ন৷

আরও পড়ুন:  After Yaas, Tornado In Ashoknagar: অশোকনগরে 'টর্নেডো', ভেঙে চুরমার বাড়িঘর, দেখুন

প্রসঙ্গত দিল্লি (Delhi) সরকারও জানিয়েছে, করোনায় বাবা-মা হারানো শিশু ও কিশোরদের পাশে দাঁড়ান অরবিন্দ কেজরিওয়াল৷ করোনার থাবায় অনাথ শিশুদের প্রত্যেক মাসে আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয় কেজরিওয়াল সরকারের তরফে৷