তিরুবন্তপুরম: দোকান থেকে ১০ কিলো আমের একটি পেটি (box of mangoes) চুরি করেছিল (Stole)। এই ঘটনার খবর ও ভিডিয়ো চারিদিকে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বয়ে যায়। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেরল পুলিশও (Kerala Police)। আর বুধবার ওই পুলিশ আধিকারিককে (police officer) চাকরি থেকে বরখাস্ত (dismissed) করল তারা। বরখাস্তের চিঠিতে সই করেছেন কেরলের ইডুক্কির পুলিশ সুপার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে কোট্টায়াম জেলার কাঞ্জিরাপল্লী এলাকার একটি দোকানের বাইরে থেকে ৫০০ টাকা কিলো দরের ১০ কিলো আমের একটি পেটি চুরি করে পি ভি শিহাব নামে এক পুলিশ আধিকারিক। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই পুলিশ আধিকারিকের ওই কুকীর্তির কাণ্ড ফাঁস হয়।
সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, আমের পেটিটা নিজের বাইকের বসিয়ে নিয়ে চলে যাচ্ছে ওই পুলিশ আধিকারিক। পরে দোকানের মালিক দোকান খুলতে এসে বুঝতে পারেন আমের একটি বাক্স নিখোঁজ। এরপর সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আধিকারিকের ওই কুকীর্তির কথা বুঝতে পারেন তিনি।
পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের উপর মহলের নজরে পড়ে। দায়ের হয় একটি মামলাও। তার ভিত্তিতেই ওই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হল। আরও পড়ুন: Priyanka Gandhi Fed Elephant: কর্নাটকের মন্দিরে হাতিকে খাবার খাওয়াচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী, ঘটনাস্থলের ভিডিয়ো
Seeking to end the embarrassment after news surfaced that a civil police officer had made off with a 10 kg box of mangoes from a shop, the #KeralaPolice dismissed the "mango thief" from service. pic.twitter.com/oI6bBEXsK0
— IANS (@ians_india) April 26, 2023