Kerala Minister V. Sivankutty. (Photo Credits:X)

Kerala: বিধানসভার অধিবেশন চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কেরলের সাধারণ শিক্ষা ও শ্রম দপ্তরের মন্ত্রী ভি. শিবনকুট্টি (Kerala Minister V. Sivankutty) । অধিবেশনের জিরো আওয়ার চলাকালীন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন। সকাল ৯টা ১০ মিনিট নাগাদ, সভা শুরুর মাত্র ১০ মিনিট পরেই তিনি অস্বস্তি অনুভব করেন এবং তড়িঘড়ি তাঁকে তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিমম কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিবনকুট্টি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মী মন্ত্রীরা এগিয়ে আসেন। সংসদীয় কার্যমন্ত্রী এম.বি. রাজেশ দ্রুত দায়িত্ব সামলে নেন এবং প্রশ্নোত্তর চালিয়ে যান, ফলে কার্যত কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। শিবনকুট্টিকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল, বড়সড় উদ্বেগের কিছু নেই। তবে বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

শিবনকুট্টির রাজনৈতিক পরিচয়

১৯৫৪ সালে জন্মানো অভিজ্ঞ সিপিআই(এম) নেতা শিবনকুট্টি নিমম কেন্দ্রের দুবারের বিধায়ক। বিজেপির জেতা একমাত্র আসন নিওমে গত বিধানসভা ভোটে দারুণ জয় ছিনিয়ে নিয়ে গেরুয়া শিবিরকে কেরলে শূন্য করে দিয়েছিলেন সিপিএম নেতা শিবনকুট্টি। এরপর তিনি কেরালার শিক্ষা সংস্কারের অন্যতম মুখ্য কারিগর, বিশেষত ডিজিটাল শিক্ষা উদ্যোগ ও শিক্ষক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি শ্রম দপ্তরের দায়িত্ব সামলাতে গিয়ে একাধিক ইউনিয়ন সংক্রান্ত অস্থির পরিস্থিতি সামলেছেন। ২০১৫ সালে কেরালা বিধানসভায় অশান্তির সময়ও শিবনকুট্টির ভূমিকাই ছিল সবচেয়ে আলোচিত। বিধানসভার সেই হাই-টেনশন পরিবেশের স্মৃতি ফের উস্কে দিল এই ঘটনা।

প্রতিক্রিয়া

মন্ত্রী অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন সাধারণ মানুষ ও সমর্থকরা। পিটিআই-সহ একাধিক সংবাদমাধ্যম ঘটনার ভিডিও প্রকাশ করে। বিরোধী ইউডিএফ নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।