Teams of the Indian Army had undertaken the rescue operation (Photo: ANI)

পালাক্কাদ, ৯ জানুয়ারি: ঠিক যেন জীবনীভিত্তিক সারভাইভাল ড্রামা ফিল্মের গল্পের মতো। ১২৭ ঘন্টা পর্বতের (Mountain) খাড়ায় আটকে রয়েছেন এক ব্যক্তি। কেরালার (Kerala) পালাক্কাদের (Palakkad) মালাম্পুঝা (Malampuzha) এলাকার ঘটনা। স্থানীয় এক যুবক সোমবার থেকে পর্বতের গায়ে পাথরের খাঁজে আটকে রয়েছেন। এমন জায়গায় তিনি আটকে পড়েছিলেন যে উদ্ধারকারীরা তাঁর কাছে পৌঁছতে বা তাঁকে খাবার বা জল সরবরাহ করতে পার যাচ্ছিল না। শেষে ওই যুবককে উদ্ধারে নামে সেনাবাহিনী। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, অন্য দু'জনকে সঙ্গী করে বাবু নামের ওই যুবক সোমবার চেরাদ পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। সঙ্গীরা মাঝপথেই চেষ্টা ছেড়ে দিলেও বাবু পাহাড়ের চূড়াতে ওঠেন। তারপরই ঘটে বিপদ। চূড়া থেকে পা পিছলে যায় তাঁর। চূড়া থেকে পড়ার সময় পাথরের খাঁজে আটকে পড়েন। খবর জানাজানি হতেই এলাকায় পৌঁছয় পুলিশ। স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা চালান। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। কোস্টগার্ডের একটি হেলিকপ্টার ওই যুবককে উদ্ধারে গিয়েছিল। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কোস্ট গার্ডের বিবৃতি অনুসারে, পাইলট হেলিকপ্টারটিকে পাহাড়ের গায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ভূখণ্ডের আকারের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। শেষে মিশন বাতিল করা হয়। আরও পড়ুন: Hijab Row: কর্ণাটকে তুঙ্গে হিজাব বিতর্ক, কারা উসকানি দিচ্ছেন খুঁজে বের করতে হবে: কেন্দ্র

পরিস্থিতি দেখে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওই যুবকের উদ্ধারে সেনাবাহিনীর সাহায্য চান। তারপরই সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল অরুণ মুখ্যমন্ত্রীর কার্যালয়কে (সিএমও) জানিয়েছিলেন যে শীঘ্রই বেঙ্গালুরু থেকে যাওয়া একটি বিশেষ দল উদ্ধারকাজ শুরু করবে। তামিলনাড়ুর ওয়েলিংটন থেকে পালাক্কাদের উদ্দেশে আরেকটি দল রওনা হবে। সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীও উদ্ধারকাজে যোগ দেবে। প্যারা কমান্ডোদের বেঙ্গালুরু থেকে সুলুরে এয়ারলিফ্ট করা হবে এবং সেখান থেকে তাঁরা সড়কপথে মালাম্পুঝা পৌঁছবেন।

আজ ভোর থেকে নতুন করে উদ্ধারকাজ শুরু হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পর বাবুকে উদ্ধার করা হয়েছে।