নয়াদিল্লিঃ কেরলে (Kerala) চাঞ্চল্যকর ঘটনা। কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-র মাধ্যমে একটি ভুয়ো ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ২৭ বছরের যুবক। কেরলের ওয়ানাড থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মহিলা ও একটি শিশুকে নিয়ে জিপলাইনে দুর্ঘটনার মিথ্যা দৃশ্য দেখিয়ে আতঙ্ক ছড়ানো হয় বলে অভিযোগ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কে আশকার (২৯)। আলাপ্পুঝা জেলার থিরুভাম্বাডি, থাইভেলিক্কাম এলাকার বাসিন্দা সে। গত সোমবার সন্ধ্যায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় তাঁকে।
আশকার একটি এআই টুল ব্যবহার করে ওই বিভ্রান্তিকর দৃশ্য তৈরি করে ওই যুবক। আশকার তার নিজের নামের সমাজমাধ্যম হ্যান্ডেলের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে। খুব অল্প সময়েই সেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। এরপরই ৩০ অক্টোবর একটি এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরে বশেষে আলাপ্পুঝা থেকে আশকারকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই খুনের চেষ্টা, মারধর ও মাদক সংক্রান্ত একাধিক মামলা দায়ের রয়েছে। ওয়েনাড জেলার পুলিশ প্রধান কড়া বার্তা দিয়ে বলেছেন,"যে সকল ব্যক্তি এ ধরনের বিভ্রান্তিকর এআই ভিডিও তৈরি বা প্রচার করে মানুষের মধ্যে ভয় বা ঘৃণা ছড়ায়, একইসঙ্গে জনবিশ্বাস কিংবা স্থানীয় অর্থনীতির ক্ষতি করে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।"