Representational Image (Photo Credits: File Image)

আগেই স্ত্রীকে ছিনিয়ে নিয়েছিল, এবার সম্পত্তি হাতানোর জন্য প্রতিবেশীকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করল এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) নাদুভাতুর এলাকার কুঝিকট্টুর জংশন এলাকায়। এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পত্থুর থানার পুলিশ। তাঁরাই তড়িঘড়ি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে আজ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। যদিও মৃতার স্ত্রী তাঁদের ছেলেকে নিয়ে পালিয়েছে। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

বাড়ি হাতানোর জন্য প্রতিবেশীকে খুন

পুলিশসূত্রে খবর, কুঝিকট্টুর জংশন এলাকার বাসিন্দা শ্যামসুন্দর (৪১)। তাঁর স্ত্রী বছর চারেক হল সাংসারিক বিবাদের জেরে ছেলেকে নিয়ে ঘর ছেড়েছেন। এবং তাৎপর্যপূর্ণভাবে প্রতিবেশী যুবক ধনেশ (৩৭) ঘরে থাকতে শুরু করেন। প্রতিবেশীর অভিযোগ, ধনেশের লিভ-ইন পার্টনার ছিল মৃতের স্ত্রী। কয়েকমাস হল দুজনে মিলে শ্যামসুন্দরের বাড়ি হাতানোর চেষ্টা করছিলেন দুজনে। প্রথমে ভুল বুঝিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা করছিল তাঁরা। কিন্তু তাতে কার্যসিদ্ধি না হওয়ায় প্রায়শই এসে ঝগড়া করত ধনেশরা।

গ্রেফতার অভিযুক্ত

গত শুক্রবারও এই নিয়ে রাত ১০টা নাগাদ তিনজনের মধ্যে ঝগড়া লাগে। সেই সময় প্রতিবেশীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আবার রাত ১১টা ৫০ নাগাদ ধনেশ ধারালো অস্ত্র দিয়ে শ্যামসুন্দরের ওপর হামলা চালায়। প্রতিবেশীরা তাঁকে ধরার আগেই সে পালিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ শ্যামসুন্দরের স্ত্রী ও ছেলে। ইতিমধ্যেই ধনেশকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে অস্ত্রও। বাকিদের খোঁজে জারি তল্লাশি অভিযান।