কোচি, ৮ ফেব্রুয়ারী : দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে। সবজি থেকে কেরোসিন তেল, চাল হোক বা পেট্রোল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম গত কয়েক মাসে বেড়েছে কয়েকগুণ। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রমন্য স্বামি (Subramanian Swamy) বলছেন টাকায় মা লক্ষ্মীর ছবি দিলেই ঘুরে দাঁড়াতে পারে ভারতের অর্থনীতি। ঠিক এরকম একটা টালমাটাল অবস্থায় একেবারে বিপরীতমুখে হাঁটছে কেরালার বাম সরকার। লাগাতার তলানির দিকে চলে যাওয়া ভারতের অর্থনীতি সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan)। রিপোর্ট বলছে, ২০১৭-১৮ বর্ষে যেখানে জিডিপি রেট ৭.৩ শতাংশ থেকে ৭.৫ শতাংশে পৌঁছেছে।
আরও পড়ুন : আজ অসম সফরে আসবেন নরেন্দ্র মোদি তার আগে উদ্ধার বোমা
সদ্য প্রকাশিত বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন খুব একটা দিশা দেখাতে পারেনি দেশবাসীকে। সুর চড়িয়েছে দেশের প্রায় সমস্ত বিরোধীদল। অন্যদিকে দক্ষিণের রাজ্য কেরল তাদের অর্থনৈতিক রিপোর্টে জানাচ্ছে, ২০১৭–১৮–র তুলনায় ১৭.৮ শতাংশ আয় বেশি হয়েছে।
২০১৮–১৯ আর্থিক বর্ষে কেরল সরকার আয় করেছে প্রায় ৩৪৪৩ কোটি টাকা। শুধু তাই নয়, গোটা দেশের তুলনায় কেরলে জনপ্রতি আয় ১.৬ গুণ বেশি ছিল। গোটা দেশে জনপ্রতি আয় যেখানে ছিল ৯৩,৬৫৫ টাকা, সেখানে কেরলে সেই পরিসংখ্যান ছিল ১.৪৮ লক্ষ। বিকল্প সেক্টরগুলোতে ভাল উন্নতি হলেও কৃষি শিল্পে কিছুটা ঘাটতি রয়েছে।