KVS Teacher (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: বিহারের (Bihar) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বরখাস্ত করা হল কেন্দ্রীয় বিদ্যালয়ের (Kendriya Vidyalaya) এক শিক্ষিকাকে। কেন্দ্রীয় বিদ্যালয়ের ওই শিক্ষিকার সম্প্রতি বিহারের জেহানাবাদে পোস্টিং হয়। জেহানাবাদে পোস্টিংয়ের পরই ওই শিক্ষিকাকে বিহার এবং সেখানার মানুষের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায় একটি ভিডিয়োতে। যা প্রকাশ্যে আসতেই দীপালি নামের ওই শিক্ষিকাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়। মঙ্গলবার কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বিহার সম্পর্কে দীপালির মন্তব্যের বিরোধিতা করা হয়। সেই সঙ্গে বরখাস্ত করা হয় ওই শিক্ষিকাকে। কেন্দ্রীয় বিদ্যালয় যে দীপালির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে, তার জন্য ধন্যবাদ জানান সমস্তিপুরের সাংসদ সম্ভাবী চৌধুরী। যে ঘটনা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

শুনুন দীপালি নামের ওই শিক্ষিকা কী বলছেন...

 

এমনকী বিহারের মানুষের জিরো সিভিক সেন্স বলেও মন্তব্য করতে শোনা যায় ওই শিক্ষিকাকে। যা প্রকাশ্যে আসতেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে।