KCR (Photo Credit: Wikipedia)

Vice President Election 2025: এনডিএ ও ইন্ডিয়া শিবিবের বাইরে থাকা আরও একটি দল মঙ্গলবার হতে চলা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিল। তাতে আসলে সুবিধা হল বিজেপির নেতৃত্বে চলা এনডিএ-র। তেলেঙ্গানার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইন্ডিয়া জোটের প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি (B. Sudarshan Reddy)-কে ভোট দিচ্ছে না কে চন্দ্রশেখর রাও-এর ভারত রাষ্ট্রীয় সমিতি (Bharat Rashtra Samithi )। এতে জয়ের পথ আরও সুগম হল এনডিএ প্রার্থী সি.পি রাধাকৃষ্ণণের (C. P. Radhakrishnan)। লোকসভায় বিআরএস-এর কোনও সাংসদ নেই। তবে রাজ্য়সভায় তাদের চারজন সাংসদ আছে। এই চার সাংসদ আগামিকাল, মঙ্গলবার ভোটদানে বিরত থাকবেন। নিজের রাজ্যের সাংসদদেরই ভোট পাচ্ছেন না ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি।

তেলঙ্গানায় বিআরএস-এর মত ওডিশায় ক্ষমতায় হারা বিজেডিও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকছে। এক্ষেত্রেও সুবিধা এনডিএ প্রার্থীর। কারণ ওডিশায় তাদের প্রবল প্রতিপক্ষ নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। এরপরেও বিজেডি কিন্তু তাদের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিচ্ছে না। বিআরএস-এর মত বিজেডি-রও লোকসভায় কোনও সংসদ নেই। তবে নবীন পট্টনায়েকের দলের রাজ্যসভায় সাতজন সাংসদ আছে। তেলাঙ্গানায় কংগ্রেসের কাছে পরাস্ত হয়ে সিংহাসন হারা হয়েছেন কে চন্দ্রশেখর রাও। আর ওডিশায় বিজেপির কাছে পরাস্ত হয়ে সিংহাসন হারা হয়েছেন নবীন পট্টনায়েক।

আগামিকাল, মঙ্গলবার দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন। জগদীপ ধনখড়ের আচমকা পদত্যাগের পর হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন। দেশের শাসক এনডিএ উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি রাধাকৃষ্ণণ-কে। অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)-র প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুদর্শন রেড্ডি। সংসদের দুই কক্ষ- রাজ্যসভা ও লোকসভার সাংসদরাই শুধু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। গতবারের চেয়ে লোকসভায় বিজেপির সংখ্যা অনেকটা কমে গেলেও, সামগ্রিক বিচারে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে এনডিএ জোটের প্রার্থী। গোপন ব্যালটে ভোট হলেও হেভিওয়েট প্রার্থী সুদর্শন রেড্ডি-র চেয়ে এনডিএ প্রার্থীর সি.পি রাধাকৃষ্ণণ সংখ্য়ার বিচারে জয়ের বিষয়ে একধাপ এগিয়ে।