গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার গ্রেফতার রাজস্থানের আরও এক যুবক। বৃহস্পতিবার দিগ এলাকার ওই যুবককে জেরা করা হয়। দীর্ঘক্ষণ জেরার পর শুক্রবার তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police) স্পেশাল সেলের আধিকারিকরা। অভিযুক্তের থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। ধৃতকে শনিবার দিল্লিতে নিয়ে আসে তদন্তকারী আধিকারিকরা। তদন্তে নেমে অফিসাররা জানতে পেরেছেন ধৃত ব্যক্তি কাসিমের দাদা। দিনকয়েক আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার হয়েছিল এই কাসিম। তাঁকে জেরা করেই উঠে আসে মহম্মদ হাসিনের নাম।

কাসিমের সঙ্গে পাকিস্তান গিয়েছিলেন হাসিন

জানা যাচ্ছে, ধৃত কাসিমের সঙ্গে বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছিলেন হাসিন। গত ৪ বছর ধরে পাকিস্তানের আইএসআই এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁদের। এমনকী গত বছরে একমাসের জন্য কাসিম এবং হাসিনকে ট্রেনিং দিয়েছিল আইএসআই অফিসাররা। সূত্রের খবর, এদেশে থেকে একাধিক গোপন তথ্য সংগ্রহ করে পাকিস্তানে তথ্য পাচার করতেন হাসিন। দিল্লিতে আনার পর তাঁকে আদালতে পেশ করেন তদন্তকারী আধিকারিকরা।

জ্যোতি মালহোত্রার গ্রেফতারি

প্রসঙ্গত, জনপ্রিয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, পঞ্জাব সহ একাধিক রাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে একাধিক ব্যক্তি। ভারতের গোপন তথ্য পাচারের পাশাপাশি পাকিস্তানে গিয়ে আইএসআই এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়েছে অভিযুক্তরা।