জম্মু, ১৫ অক্টোবর: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। এবার সোপিয়ানের (Shopian)চৌধুরী গুন্ড এলাকায় কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) কৃষ্ণ ভাটকে দেখে গুলি চালায় জঙ্গিরা। সোপিয়ানে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম পূরাণ কৃষ্ণ ভাটকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তির পরপরই কৃষ্ণ ভাট নামে ওই কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়। জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, সোপিয়ানের চৌধুরী গুন্ড এলাকায় কৃষ্ণ ভাট পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ওই ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ এবং সেনা বাহিনীর তরফে। যদিও এই ঘটনার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে স্বীকার করা হয়নি।
এদিকে কৃষ্ণ ভাটের মৃত্যুর পরপরই ফের বিকক্ষোভ শুরু করেন কাশ্মীরি পণ্ডিতরা। সোপিয়ানে পূরাণ কৃষ্ণ ভাটের মৃত্যুর জবাব চাই বলে বিক্ষোভ শুরু করেন কাশ্মীরি পণ্ডিতরা।
J&K | Migrant Kashmiri Pandit employees in Jammu protest against the killing of one Puran Krishan Bhat by terrorists in Shopian pic.twitter.com/v9KQaNW0QR
— ANI (@ANI) October 15, 2022
প্রসঙ্গত গত কয়েক মাস ধরে জম্মু কাশ্মীরে একের পর এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুর ঘটনা ঘটছে। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব চাওয়া হয়।