প্রতীকী ছবি

বেঙ্গালুরু: ছেলে (Boy) না হওয়ার শোকে আত্মঘাতী (Suicide) হলেন চার মেয়ের (Girl) বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত কোলার (Kolar) জেলার শ্রীনিবাসপুর তালুকের সেট্টিহাল্লি এলাকায়। ৩৪ বছরের ওই যুবকের নাম লোকেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ বছর আগে অন্ধ্রপ্রদেশের পুঙ্গানুর এলাকার একটি গ্রামে বিয়ে করেছিলেন লোকেশ। তারপর থেকে গত কয়েক বছরে তিনটি মেয়ের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। তৃতীয় মেয়ের জন্ম হওয়ার পর থেকে মনখারাপ করে ঘুরতেন ওই যুবক। একটা ছেলের খুব শখ ছিল তাঁর। দিন দুয়েক আগে লোকেশের স্ত্রী ফের একটি মেয়েকে জন্ম দেন। এতেই নাকি পুরো ভেঙে পড়েছিলেন ওই যুবক। আর তাই সবাই জন্য কাজে ব্যস্ত তখন নিজের ঘরের সিলিংয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি। পরে বিষয়টি দেখতে পেয়ে লোকেশের মা চিৎকার শুরু করলে পরিবারের বাকি সদস্য ও প্রতিবেশীরা এসে তড়িঘড়ি ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এপ্রসঙ্গে লোকেশের এক পরিচিত জানান, তিনটি মেয়ে হওয়ার পর থেকেই কীরকম হয়ে গেছিলেন ওই যুবক। ঘনিষ্ঠ বন্ধুদের কাছে এই বিষয় নিয়ে আক্ষেপও করতেন প্রায়শই। বলতেন এবারও যদি মেয়ে হয় তাহলে আত্মহত্যা করবেন। বন্ধুরা অনেক বোঝালেও কথা শুনতে না। এবার স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকেই ছেলে হবে বলে আশাপ্রকাশ করতে শোনা যেত লোকেশকে। কিন্তু, স্থানীয় হাসপাতালে তাঁর স্ত্রী একটি মেয়ে সন্তান প্রসব করেন। এতেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন লোকেশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে লোকেশকে রাতের খাবার দিয়ে পাশের বাড়িতে ছোট ছেলেকে নিয়ে শুতে গেছিলেন তাঁর মা। পরেরদিন সকালে এসে দেখেন লোকেশ গলায় দড়ি দিয়ে ঝুলছেন।