বেঙ্গালুরু, ৭ মে: কর্ণাটকে নির্বাচনী প্রচারের শেষ দুটো দিনে বেঙ্গালুরুতে চষে বেরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বেঙ্গালুরুতে দু দিনে প্রায় ৪৫ কিমি রোড শো করলেন মোদী। সেই বেঙ্গালুরুতে জনসংযোগের আলাদা পথ বেছে নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ফুল ছোড়া গাড়ির জমকালো রোড শোয়ের বদলে রাহুল চড়লেন ডেলিভারি বয়ের স্কুটারে। প্রচারের শেষ লগ্নে বেঙ্গালুরুর রাস্তায় রাহুলের স্কুটার সফরের ভিডিয়ো এখন ভাইরাল।
নির্বাচনী প্রচারে এসে কয়েক জনের কথা বলার পর আচমকাই এক অনলাইন ডেলিভারি সংস্থার স্কুটারে চড়ে বসলেন রাহুল। হেলমেট পরে স্কুটারে বসে ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলতে থাকলেন রাহুল। ক মাস আগে ভারত জোড়ো যাত্রাতেও রাহুলকে বারবার দেখা গিয়েছিল সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার। নিরাপত্তা বলয়ের তোয়াক্কা না করেই সাধারণ মানুষদের কাছে টেনে নিতে দেখা যাচ্ছে রাহুলকে। আরও পড়ুন-শেষবেলায় লিঙ্গায়েত ফোরামের সমর্থন পেল কংগ্রেস, চাপ নিয়েই ভোটে যাচ্ছে বিজেপি
দেখুন ভিডিয়ো
#WATCH | Karnataka: Congress leader Rahul Gandhi rides a scooter with a delivery boy in Bengaluru. pic.twitter.com/MvGEgfAjtM
— ANI (@ANI) May 7, 2023
সোনিয়া পুত্র আগেই বলেছিলেন, দেশের সব ধরনের, সব পেশার মানুষের সঙ্গে কথা বলে তিনি শিখতে চান। সম্প্রতি, রাহুল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গিয়েছিলেন পড়ুয়াদের সঙ্গে কথা বলতে।
আগামী ১০ মে, বুদবার কর্ণাটকে এক দফায় ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন।