বেঙ্গালুরু, ৭ মে: কর্ণাটক নির্বাচনে মূল ফ্যাক্টর লিঙ্গায়েত (Lingayat) ভোট। আর ৪০ শতাংশ লিঙ্গায়েত ভোটে সিংহভাগ বিজেপির দখলে থাকে বলে দক্ষিণের এই রাজ্যে পদ্মের দাপট আছে। কিন্তু সেই লিঙ্গায়েত সম্প্রদায় থেকেই ধাক্কা খেল বিজেপি। ভোটের ঠিক দিন তিনেক আগে লিঙ্গায়েতদের একাংশের বড় সমর্থন পেল কংগ্রেস।
বীরশাইভাব লিঙ্গায়েত ফোরাম (Veerashaiva Lingayat) আসন্ন কর্ণাটক নির্বাচনে (Karnataka Elections 2023) কংগ্রেস (Congress)-কে সমর্থন করার ঘোষণা করল। লিঙ্গায়েত এই ফোরাম তাদের সদস্য ও পরিবারের সবাইকে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানায়।
দেখুন টুইট
#Karnataka Veerashaiva Lingayat forum extends support to #Congress, setback for #BJP
Read: https://t.co/KnG2SoQoKc#KarnatakaAssemblyElection2023 pic.twitter.com/pCtRjATMHo
— IANS (@ians_india) May 7, 2023
এত দিন কর্ণাটকে লিঙ্গায়েত ভোট বিজেপির পক্ষে আনার মূল কারিগর ছিলেন প্রাক্তন ইয়েদুরাপ্পা। যে ইয়েদি এবার প্রার্থী না হওয়া, তেমন সক্রিয় নন। আগামী ১০ মে, বুধবার কর্ণাটকে ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন।