ভোপাল, ১৮ অক্টোবর: বিজেপি নেত্রী ও মধ্যপ্রদেশের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ইমারতী দেবীকে (Imarti Devi) 'আইটেম' বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। প্রবীণ কংগ্রেস নেতা যে শব্দটি ব্যবহার করেছেন তা ক্ষোভের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি নির্বাচনী (MP Bypolls 2020) প্রচারে গিয়ে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনী প্রচারে গিয়ে কমল নাথ বলেন, তিনি কে? তাঁর নাম কি? আপনারা সবাই আমাকে সতর্ক করা উচিত ছিল। কী আইটেম উনি।” ইতিমধ্যেই বিজেপি এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।
ইমারতী দেবী নামে এই নেত্রী আগে কংগ্রেসেই ছিলেন৷ দল বদল করে বিজেপি-তে যোগ দিয়েছেন তিনি। মধ্যপ্রদেশ বিধানসভার আসন্ন উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার ডাবরা থেকে মনোনয়ন জমা দিয়েছেন ইমারতী দেবী। তিনি অভিযোগ করেছেন যে কমলনাথ বিধায়কদের মাসে পাঁচ লক্ষ করে টাকা দিতেন। তাঁর এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইমারতী দেবীকে বিকিয়ে যাওয়া বলেছিলেন। কমল নাথ বলেন, "তিনি কোটি টাকায় কথা বলেছেন এবং এখন বলছেন যে আমি বিধায়কদের অর্থে অফার দিচ্ছিলাম। এরা নিজেদের বিক্রি করে দিয়েছেন এবং অন্যের দিকে অভিযোগ করা ছাড়া তাদের আর কোনও বিকল্প নেই।" আরও পড়ুন: 'Pink Patrol': যোগীর রাজ্যে এবার মহিলাদের নিরাপত্তা দেবে প্রমীলা বাহিনী, নাম তার ‘পিঙ্ক পেট্রল’
#WATCH: Our candidate is not like her... what's her name? (people shout Imarti Devi, who is former State Minister) You know her better and should have warned me earlier... ye kya item hai: Former Madhya Pradesh CM & Congress leader Kamal Nath pic.twitter.com/eW76f2z8gU
— ANI (@ANI) October 18, 2020
কমল নাথের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে বলেছেন, এই জাতীয় ভাষা ব্যবহার করে নিজেকে পুরুষোত্তম বলছেন? নবরাত্রির শুভ সময়ে দেশ নারীদের উপাসনা করছে, আপনার বক্তব্য আপনার ক্ষুদ্র মানসিকতার প্রতিফলন ঘটায়। আপনার কথাটি ফিরিয়ে নেওয়া এবং ইমরাতী দেবী সহ রাজ্যের প্রতিটি কন্যার কাছে ক্ষমা চেয়ে নেওয়া ভালো।"