রায়পুর: কবাডি (Kabbadi) খেলতে খেলতে গুরুতর আঘাত লেগে মৃত্যু হল এক খেলোয়াড়ের। ঘটনাটিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বাকি খেলোয়াড়দের মধ্যে।
সূত্রের খবর, ছত্তিশগড়ে (Chhattisgarh) একটি কবাডি ম্যাচ (Match) চলার সময় গুরুতর জখম অবস্থায় অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে যান একজন খেলোয়াড় (Player)। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
छत्तीसगढ़ में कबड्डी के खेल के दौरान एक दर्दनाक हादसा हुआ है। पटखनी खाने के बाद मैदान में गिरा खिलाड़ी चोटिल हो गया। इलाज के दौरान अस्पताल ले जाते वक्त उसकी मौत हो गई है। @NavbharatTimes #Chhattisgarh #Kabddi pic.twitter.com/N9n4vbXvnJ
— NBTMadhyapradesh (@NBTMP) October 12, 2022