Pak Spy Jasbir Singh '(Photo Credit: X)

দিল্লি, ৪ জুন: জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) সঙ্গে যোগ। পাকিস্তানের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের গ্রেফতার। পাকিস্তান থেকে এবার গ্রেফতার করা হল জসবীর সিং নামে এক ব্যক্তিকে। ইউটিউবার (Punjab YouTuber) হিসেবে পরিচিত জসবীর সিংয়ের একটি চ্যানেল রয়েছে। 'জন মহল' নামে পরিচিত সেই চ্যানেলটি। এই জন মহল চালানোর মাঝেই জসবীর সিং নামে ওই ব্যক্তি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি (Spying For Pakistan) করত বলে অভিযোগ।

পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব নিজের সোশ্যাল হ্যান্ডেলে জসবীর সিংকে (Jasbir Singh Arrested) গ্রেফতারির কথা জানান। যত শিগগিরই সম্ভব জসবীর সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে বলে জানান পাঞ্জাব পুলিশের ওই আধিকারিক।

জানা যাচ্ছে, দিল্লিতে (Delhi) যে পাকিস্তান (Pakistan) হাই কমিশন রয়েছে, সেখানকার অফিসার দানিশের নিমন্ত্রণে জসবীর যান পাকিস্তান জাতীয় দিবসের অনুষ্ঠানে। সেখানে জয়বীর একাধিক পাক ভ্লগার এবং অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর ২০২০, ২০২১ এবং ২০২৪ সালে ক্রমাগত জসবীর সিং পাকিস্তানে যায় বলে খবর। পাকিস্তানের একাধিক নম্বরে ফোন, মেসেজ-সহ বার বার যোগাযোগ করেছে জসবীর। সেই প্রমাণ মিলেছে। ফলে জসবীর সিংয়ের যত ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।

প্রসঙ্গত জাট রনধাওয়া নামে পাকিস্তানের যে গুপ্তচরের নাম জ্যোতি মালহোত্রার ফোনে সেভ করা ছিল, তার সঙ্গে ক্রমাগত যোগাযোগ করত জসবীর সিং।

আরও পড়ুন: Jyoti Malhotra: 'আমি ভুল কিছু করিনি', বাবাকে দেখে বলছে পাকিস্তানি চর ইউটিউবার জ্যোতি

দেখুন পাঞ্জাব পুলিশের তরফে কী জানানো হল...

 

হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra's Companion) গ্রেফতারির পর সজাগ হয়ে যায় জসবীর সিং। নিজের ফোন থেকে সমস্ত পাকিস্তানি নম্বর ডিলিট করে দেওয়ার উদ্যোগ নেয় জসবীর সিং। সেই সঙ্গে পাকিস্তানি ইনটেলিজেন্স এজেন্সির যত নম্বর ছিল, যোগাযোগ ছিল, তাও মুছে ফেলা শুরু করে জসবীর সিং নামের ওই ইউটিউবার। শেষ পর্যন্ত পার পায়নি জসবীর। তাকে পাকড়াও করা হয়েছে। সেই সঙ্গে মোহালি থানার তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

জসবীর সিংয়ের সঙ্গে আর কার কার যোগাযোগ ছিল, সে বিষয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।