দিল্লি, ৬ সেপ্টেম্বর: সামনেই উৎসবের মরশুম (Festive Season)। উৎসবের মরশুম শুরুর আগে এবার এক লপ্তে ৮.৫ লক্ষ মানুষকে চাকরির প্রস্তাব দিচ্ছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা Meesho। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়। দেশের একাধিক অঞ্চলে মিশো চাকরির প্রস্তাব দিচ্ছে ৮.৫ লক্ষ মানুষকে। যে চাকরির পর্ব নিয়ে মিশো হাজির হচ্ছে, তার মধ্যে ৫ লক্ষকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র উৎসবের দিকে তাকিয়ে। অর্থাৎ উৎসবের মরশুমে ই-কমার্স সংস্থায় যে হারে বিক্রিবাট্টা বাড়বে, তা সামাল দিতেই ৫ লক্ষ কর্মী এখনই নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে এই চাকরির প্রস্তাবে মিশোর সঙ্গ রয়েছে দিল্লিভেরি, ইকম এক্সপ্রেস, শ্যাডোফ্যাক্স এবং এক্সপ্রেসবিস। এদের প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়েই এবার উৎসবের আমেজ শুরুর আগে বহু মানুষের অন্ন সংস্থান করতে চলেছে মিশো।
মিশোর আধিকারিক সৌরভ পান্ডে বলেন, তাঁদের সংস্থা ছোট ব্যবসা এবং স্থানীয় নির্মাতাদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই উৎসবের মরসুমে তাঁরা বিশেষ করে বিভিন্ন বড় শহরের বাইরেও বহু কর্মীকে নিয়োগ করবেন। মানুষকে কাজের সুযোগ দিতেই মিশোর এই ব্যবস্থা বলেও জানান সংস্থার সংশ্লিষ্ট আধিকারিক।