Rahul Gandhi, Kalpana Soren (Photo Credit: Twitter)

রাঁচি, ৫ ফেব্রুয়ারি: হেমন্ত সোরেনের(Hemant Soren) স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনার (Kalpana Soren) সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন কংগ্রেস সাংসদ। ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম-কংগ্রেস জোট আস্থা ভোটে জয় পাওয়ার কিছুক্ষণ পরেই হেমন্তের স্ত্রী কল্পনার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সঙ্গে হেমন্তের স্ত্রী কল্পনার সাক্ষাতের পর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন জয়রাম রমেশ। রাহুল গান্ধীর সঙ্গে কল্পনা সোরেনের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: Hemant Soren: 'গ্রেফতারিতে জড়িত রাজভবনও', ইডি হেফাজতে থাকা হেমন্ত বিধানসভায় হাজির হয়েই আক্রমণাত্মক

এদিকে ইডি যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রক্ষিতে সমস্ত তথ্য প্রমাণ পেশ করতে পারে, তাহলে তিনি রজনীতি ছেড়ে দেবেন বলে আজ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হেমন্ত সোরেন।সোমবার চম্পাই সোরেনদের আস্থা ভোট উপলক্ষ্যে বিধানসভায় হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেখানেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।